Background

A BASIC sign of the rule of law underscoring societal and political life is a working of it in natural manner. Given this premise, the owners of Rana Plaza and the garment establishments located in the collapsed building should have been nabbed immediately by the law enforcers and produced before the law. That it has not happened is a sad commentary on the state of affairs. The prime minister having ordered the arrest of those responsible for the tragedy in Savar, we hope to see some effective action in arresting them. 

We expect justice to be done, knowing full well that if the owners of the building and the factories go free this time, the ramifications can only be horrendous. That of course raises the very necessary question of why garment industry owners have, despite the hundreds of deaths of workers in accidents at their factories, remained beyond the pale of the law. In recent years and months, accidents have claimed the lives of workers at such establishments as Tazreen Fashions, Smart Fashions, Spectrum and now at Rana Plaza. Altogether 112 workers perished in the Tazreen fire last November; 65 workers died in the Spectrum tragedy in 2005; and seven lost their lives in the January 2013 Smart Fashions tragedy. Except for the owners of Smart Fashions, which has no BGMEA affiliation, none of the owners of the establishments in question have been punished. The owner of Tazreen was seen moving around freely at the last BGMEA elections. A number of inquiry bodies, each one formed after the occurrence of a tragedy, have submitted reports which have never seen the light of day.

Such a situation needs to be corrected. The first step is to place the BGMEA under a scanner in order to probe its role in ensuring better security for workers. BGMEA leaders, regularly concerned about violence in the garments sector, have not convinced the nation that they have done their job where taking the owners of bad RMG factories to task is concerned. The government must be under no illusion about what it needs to do, which is that all garment industry owners whose indifference and callousness have led to the deaths of workers must be taken to task. It is time to say enough. A failure to act decisively this time will only strengthen what is now a growing culture of impunity.

Finally, one needs to ask the BGMEA leadership: what prevented them from ordering the two-day closure of garment industries, the day on and after the tragedy, rather than yesterday? That way they could demonstrate their sensitivity to the plight of garment workers and express solidarity with them better.






Source: The  Daily Star
THEY were pulled by a deep sense of humanity to do some hand-holding with the men and women buried under the wreckage of the Savar building collapse. Many young men, students and others, local and from far away places of their own volition, converged on the wreckage site and worked wonders as good Samaritans. They strained their ears to sense any purring sign of life and focused their eyes on every nook and cranny of the rubble to respond to any faintly audible SOS call. They went with their bare hands to get to work that was fraught with daunting odds. Their grit, ingenuity and compassion drove them into improvising devices to get to the badly wounded or dead men and women and shoved them out into the open. As priority was given to the survivors, recovery of dead bodies was considered no less important for turning the corpses over to their relatives.

The important thing to realise is that the conditions were life-threatening both for the victims as well as those on rescue mission, although in varying degrees. It took a lot of brawn, brain, courage and presence of mind to work out split second solutions to get the living and dead out of the piles of rubble. Those who donated blood in large numbers deserve a word of thanks. They all are achieving a mission impossible shoulder to shoulder with the army, navy, air force, police, BGB and civil defense personnel on whom we depend for the major part of the undertaking. Their call to duty is hardly over, though.

The way different hospitals have been working relentlessly to succour the suffering giving them a life-saving healing touch has been quite laudable as well. Now, the real job begins of helping the injured to their feet and rehabilitating them as compensation is given to bereaved families.





 Source: The Daily Star





সাভারে ভবনধসের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯। এর মধ্যে ২৫৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের অপেক্ষায় আছে আরও ৩৪টি মরদেহ। ঢিমেতেতালায় উদ্ধারকাজ চলার অভিযোগ এনে আজ বেলা পৌনে ১১টার দিকে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা ওই এলাকায় বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল দিবাগত রাত দেড়টা থেকে আজ বেলা ১১টা পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 
উদ্ধারকর্মীরা বলছেন, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছেন। অনেকে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। কিন্তু নয়তলা ভবনটি ধসে একতলার সঙ্গে মিশে যাওয়ায় ভেতরে ঢোকা কঠিন হয়ে পড়েছে। ভেতরে থাকা লাশে পচন ধরেছে। দুর্গন্ধের কারণে উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। ভবনটির বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপে এখনো অনেক মৃতদেহ আটকে থাকতে দেখা গেছে। প্রিয়জনের খোঁজে ধ্বংসস্তূপের আশপাশে স্বজনেরা এখনো অপেক্ষা করছেন। জীবিত না হোক, অন্তত মৃত অবস্থায় যদি সন্ধান মেলে, সেই আশায় তাঁরা ছুটে যাচ্ছেন সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে। এই মাঠেই মরদেহগুলো রাখা হচ্ছে। স্বজনদের আর্তনাদ, আহাজারি আর কান্নায় সাভারের বাতাস ভারী হয়ে উঠেছে।  গত বুধবার সকাল পৌনে নয়টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এর দুই দিন আগে ভবনটির পিলারে ফাটল ধরা পড়েছিল।
গরীব হয়ে জন্মালে বুঝি এইভাবেই মরতে হবে!!! বাংলাদেশের সর্বত্র কর্তৃপক্ষের গাফিলতির কারনে আমরা আর কত নিরিহ অসহায় মানুষের লাশ দেখব ?! সকালে সুস্থ - সবল মানুষ ঘর থেকে বের হয়ে কাজ করতে যাবে আর বিকালে অন্যের কাঁধে চরে লাশ হয়ে বাড়ী ফিরবে ! অবৈধ উপায়ে কাজ হাসিল ও সেটা সম্পাদন করাটা এখন আমাদের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর ছোটখাটো পেশার লোকজন তো যেন ঢাকা শহরে কুকুর - বিড়ালের মতো বাস করতে বাধ্য হচ্ছে । আর তাই সারা জীবন পেটের দায়ে কষ্ট করে কাজ করে  মরার ময়ও মানুষের কুনা নিয়ে মরতে হবে !! কাজের ক্ষেত্রে নিরাপত্তা কোথায় ? কর্মীদের জীবনের দায়ভার কাদের হাতে ? এইভাবে একটার পর একটা দুর্ঘটনা ঘটবে আর দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া হবেনা আর কত দিন ??! আমরা নিরাপদ নির্মাণ ব্যবস্থা চাই এবং ক্মস্থলে নিন্ম শ্রেণীর শ্রমিকদের িশ্চিত নিরাপত্তা চাই । নিহতদের পরিবারের সমস্ত দায় - দায়িত্ব নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহবান জানাচ্ছি । আর আহতদের সুস্থ হওয়া থেকে শুরু করে তাদেরও সকল দায়িত্ব নেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ কছি ।

ঢাকার অদূরে সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন আজ বুধবার সকালে ধসে পড়ে। এ ঘটনায় বেলা একটা পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকাজ চলছে। নয়তলা ওই ভবনে বিপণিকেন্দ্র, পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। ধসে পড়ার সময় সেখানে বহু মানুষ ছিল বলে পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি প্রথম আলো ডটকমকে বলেন, ভবনের কয়েকটি তলায় পোশাক কারখানাসহ বেশ কিছু প্রতিষ্ঠান ছিল। বিপুলসংখ্যক মানুষ ভেতরে আটকা পড়েছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। দুর্ঘটনার পর থেকে বিপুলসংখ্যক সাধারণ মানুষ উদ্ধার তত্পরতায় অংশ নিচ্ছেন। ওই ভবন থেকে শত শত আহত মানুষকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে।



অন্তত ৮০ জন নিহত

ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) রুহুল ফোরকান প্রথম আলো ডটকমকে বেলা একটার দিকে জানান, তাঁরা ধারণা করছেন, মৃতের সংখ্যা এখন ৮০। এ সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক মনিরুজ্জামান বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলো ডটকমকে জানান, ওই সময় পর্যন্ত এই হাসপাতালের মর্গে অন্তত ৩০ জনের লাশ রাখা হয়। ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) ভরতচন্দ্র বিশ্বাস দুর্ঘটনাস্থলে উপস্থিত আছেন। একই সময়ে তিনি জানিয়েছিলেন, ধসে পড়া ভবন থেকে তাঁর উপস্থিতিতেই অন্তত আট থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের বেশির ভাগই নারী।  সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেলা দেড়টা পর্যন্ত ৫০ জনকে নেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সক। চারজনকে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আর ১৭ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২৪ জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ঢাকা জেলার সিভিল সার্জন জসিম উদ্দিন খান প্রথম আলো ডটকমকে এসব তথ্য জানান।

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ভবন ধসের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের চিকিত্সা, ত্রাণ ও পুনর্বাসনের জন্য সব কিছু করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ১৮ দলীয় জোটের হরতাল না থাকলে উদ্ধার কাজ আরও দ্রুত করা যেত।

দুর্ঘটনার ব্যাপারে ফায়ার সার্ভিসের ডিজির বক্তব্য

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার আলী আহমেদ দুপুর ১২টার দিকে প্রথম আলো ডটকমকে জানান, ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশে যায়নি। ধসে পড়া ভবনের নিচে কিছু ফাঁকা জায়গা আছে। সেখান দিয়ে ভেতরে ঢুকে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছেন। কিছু ফাঁকা জায়গায় অক্সিজেনের অভাব থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।  ডিজি জানান, ওই সময় পর্যন্ত ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেতরে পাঁচ থেকে ছয় হাজার লোক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করে তিনি কিছু জানাতে পারেননি।

নয়তলা ভবনে বহু প্রতিষ্ঠান

সাভার বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের পাশেই নয়তলা রানা প্লাজা ভবনটি। এতে ভূগর্ভস্থ তলায় গাড়ি রাখার জায়গা। দ্বিতীয় তলার বিপণিকেন্দ্রে বহু দোকান ছিল। তৃতীয় থেকে সপ্তম তলা পর্যন্ত পোশাক কারখানা। এর ওপরের দুটি তলা খালি ছিল। ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ছিল প্রথম তলায়। প্রাথমিকভাবে জানা গেছে, বহুতল এ ভবনের কয়েকটি তলা নিচে দেবে গেছে। কিছু অংশ পাশের একটি ভবনের ওপর পড়েছে।

‘বোমার মতো আওয়াজ শুনলাম’

ভবনটি ধসে পড়ার ঘটনায় আহত হয়েছেন রাশিদা বেগম। তিনি ওই ভবনে একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্বজনেরা তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি বলছিলেন, কারখানায় যাওয়ার কিছুক্ষণ পর বোমার মতো আওয়াজ হলো। তখন তিনি মেশিনের নিচে চলে যান। পরে আলো দেখে কীভাবে যে বাইরে আসেন, সে কথা মনে করতে পারছিলেন না রাশিদা। সঙ্গীদের ভাগ্যে কী ঘটেছে, তা তিনি জানেন না।

ফাটলের পরও ঝুঁকি নেই জানিয়েছিলেন ইউএনও

ওই ভবনের তৃতীয় তলার একটি পোশাক কারখানায় ফাটল দেখা দিয়েছিল। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর হোসেন সরদার সেটি পরিদর্শনে যান। তখন তিনি সাংবাদিকদের জানান, ভবনটি ভেঙে পড়ার কোনো কারণ নেই।  এ ব্যাপারে আজ বক্তব্য জানার জন্য ইউএনওর সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।

মালিকের বিরুদ্ধে ক্ষোভ

রানা প্লাজার মালিক সোহেল রানা। দুর্ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও আটকা পড়া ব্যক্তিদের স্বজনেরা মালিকের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, ফাটল দেখা দেওয়ার পরও ভবনটিতে কাজ চালিয়ে যাওয়ার কথা বলায় আজ এত মানুষ জীবনের ঝুঁকিতে পড়েছে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শোক প্রকাশ

এ ঘটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।


আহতদের জন্য রক্তের জরুরি আবেদন: 

সাভারে বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় আহত অনেককে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। তাঁদের জন্য জরুরি রক্তের আবেদন জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগ্রহী ব্যক্তিদের রক্ত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।




 উৎসঃ দৈনিক প্রথম আলো


Nobel Laureate Prof Muhammad Yunus yesterday received the Congressional Gold Medal, the highest civilian award of the United States, in recognition of his efforts toward combating global poverty. Yunus is only the 17th person in history to have won both the Congressional Gold Medal and the Presidential Medal of Freedom, another of the highest US civilian awards. Yunus won the latter award in 2009.
 
The achievement places him in the company of Norman Borlaug, Martin Luther King Jr, Nelson Mandela, Elie Wiesel, Aung San Suu Kyi and Mother Teresa — personalities who have received the two medals from the US as well as the Nobel Peace Prize. “Professor Yunus set out to do what may be the biggest thing of all, and that is liberating people to seek a better life. And not just any people, but men and women who had only known misery, who had been told they were no good,” House Speaker John Boehner said during the award ceremony in the Rotunda of the United States Capitol in Washington DC. “To do all this, he first had to teach himself how to run a bank from scratch. That was when he realised he had to do the exact opposite of what a bank normally does to make his idea work.  Then there was actually getting people to borrow the money, to see value in themselves, to spark their sense of wonder. He had to convince them that they too didn’t need rank or status to advance their place in life,” he said.
 
Yunus given rare honourHouse and Senate leaders presented Prof Yunus with the Congressional Gold Medal, which was announced in 2010. “It’s very emotional. It’s not only an endorsement, but an inspiration for everybody who has supported us — colleagues and friends, staff and borrowers of the Grameen Bank, all the people who participate in social business,” a jubilant Yunus told The New York Times ahead of Wednesday’s ceremony in Washington DC. “I’m grateful to the US Congress that it paid attention. Many people do good things that are never recognised. I’m very blessed that way,” he said, while dedicating the honour to the people of Bangladesh. Yunus is best known for developing the concept of microcredit and using that model of lending to promote economic and social opportunity. Through his Grameen Bank, Yunus pioneered the movement and helped hundreds of millions come out of poverty. Today, microfinance providers reach about 200 million clients globally.
 
 In Bangladesh, the Grameen Bank, the first bank in the world owned by poor women, has 8.4 million borrowers — 96 percent of whom are women. Known as the Banker to the Poor, Yunus has set up many other enterprises that offer an array of products and services to the poor, to achieve his lone ambition of eradicating poverty from the world, or, as he likes to put it, “sending poverty to the museum”. In 2010, the US Senate unanimously approved a bill to award Yunus the medal, which represents Congress’ highest expression of national appreciation for distinguished achievement and contribution. Former recipients of the Congressional Gold Medal include George Washington, Sir Winston Churchill, Elie Wiesel, Pope John Paul II, Rev. Dr Martin Luther King Jr and Coretta Scott King. In the next five years, Yunus wants to see at least 1 percent of the world economy made up of social business, his new passion.
 
“If we can make that 1 percent happen, I think the world will be completely different. People will see how exciting it is, and soon the level will rise from 1 to 5 percent and pave the way to 50 percent,” he told the newspaper. Social business is a non-dividend company dedicated to solving human problems. It allows the company to make profit, but it stays with the company. The owner will only get back the original investment, and nothing more, according to Prof Yunus. He is upbeat about the success of social business, as he was in the case of microcredit. “There’s a whole generation of young people coming up with social business ideas. Profit making doesn’t interest them as much as it interested people before, particularly the post-war [Liberation War of Bangladesh] generation. Their main question is: What am I going to do with my life? What is the purpose of my life?”
 
Yunus said once people like the idea of social money, they would start diverting their business money into social businesses. The microcredit pioneer said it was very much possible to eradicate poverty. “With the creative power we have today, this is a do-able proposition. We can create a world where poverty doesn’t exist. In order for the next generation to see poverty, we’ll have to create poverty museums. That’s where poverty belongs, not in human society.” “So let’s put this on the list of impossibilities that we want to make possible within the next 20 years. That’s the way change takes place,” he told the New York Times.





Source: The Daily Star


এমন কিছু কি বলা ভালো না, যা বললে অথবা করলে দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠিত হয় ?! আর বিশ্বাস ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি না করে নিজেদের অন্তরে বিশ্বাস কে বেশি করে  ধারন করাটা ভালো নয় কি ?!!


আসুন আমরা অন্য কারো যে কোন বিশ্বাসের  অনুভূতিতে আঘাত করে, এই সমস্ত কথা - বার্তা থেকে বিরত থাকি । মর্যাদা দেই নিজের মাতৃভূমির প্রতিটি নাগরিকের প্রতিটি মতামতকে । ধনী - গরীব, উঁচু - নিচু, শিক্ষিত - অশিক্ষিত, এই দল - সেই দল, এই জাত - সেই জাত ভুলে গিয়ে সকলে উৎসবের আনন্দে মিলিত হওয়ার এই চমৎকার নববর্ষের প্রথম দিনে অতীতের সব কলুষিত দিনের কথা ভুলে গিয়ে একসাথে সোনার বাংলাদেশ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বাক্ত করি । মানুষকে মানুষের মতো মূল্যায়ন করি, দেশকে ভালোবাসি । - শুভ নববর্ষ ।




Maksuda
14-04-2013

  প্রতিটা মানুষের নিজস্ব মতামত, ধ্যান-ধারনা, চিন্তাধারার মধ্যে পার্থক্য থাকাটা স্বাভাবিক। এর কারন হল তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, পারিপার্শ্বিক পরিবেশ অর্থাৎ যেখানে সে বড় হয় অথবা যেখানে সে কিছু সময়ের জন্য অবস্থান করে; এছাড়াও অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট ও জ্ঞানের ভাণ্ডারের অবস্থানতো আছেই । আর তার অন্তরে ভালো ও মন্দকে আলাদা করার সামর্থ্য এই সব কিছু থেকেই তৈরি হয় । সবচেয়ে বড় বিষয় হল, শৈশব থেকে সর্বদিক দিয়ে উন্নতি অথবা অবনতির জন্য তার সুযোগ প্রাপ্তি হয়েছে কি না এবং সেটা হলেও কতটুকু হয়েছে ? 


অর্থাৎ সৃষ্টিকর্তা থেকেই নির্ধারিত আছে যে, একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার পুরো জীবদ্দশায় কোন কোন অবস্থার মধ্য দিয়ে যাবে এবং কেন যাবে । আমরা মানুষেরা কিন্তু এই সমস্ত কেনর কিছুই বুঝিনা । যারা কিছুটা বুঝি বলে দাবি করি, তাদের কথা আপাতত নাই বা বললাম ।  আর মানুষ ঠিক তার অবস্থান থেকেই তার ইচ্ছা - অনিচ্ছার মতামত গুলি প্রকাশ করে এবং তার পছন্দ ও অপছন্দের কাজগুলি করে থাকে। এই কারনেই যে কোন ব্যক্তি যাই কিছুই বলুক অথবা ভাবুক, তার বলার অথবা ভাবার পিছনে নিশ্চয়ই উপরোক্ত গুরুত্বপূর্ণ কারন গুলি বিদ্যমান। আর এই জন্যই প্রতিটা মানুষের প্রতিটা ভাবনা ও মতামত গুরুত্বপূর্ণ । আমরা যারা একটু বেশি বুঝি, তাদের এটা ভুলে গেলে চলবেনা, মানুষ পৃথিবীতে আসে সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত তার নিজের অংশের চরিত্রটা পালন করবার জন্য ।




Maksuda
Date: 08-04-2013

বাংলাদেশে ঘরে ঘরে যখন ডিশ এন্টেনার বদৌলতে নানান ধরনের অর্ধ নগ্ন ছবি দেখা হয়, তখন আমাদের সবার ভালোই লাগে দেখতে ! আসলেই কি যে সুন্দর বিনোদন ! আহা হা ! 

বাংলাদেশে যখন তরুন সমাজ পর্ণ ছবির দিকে নানাভাবে ঝুঁকে পড়ে, যখন চারিদিকে  মাদকের রমরমা ব্যবসা আর মাদক সেবনের ভীষণ সুন্দর সুব্যবস্থা, তখন আমরা তাদের ও সমাজের হেফাজতের জন্য কি কি পদক্ষেপ গ্রহন করি ?! খুব বেশি কিছু করি কি ?!

বাংলাদেশে যখন পাড়ায়-পাড়ায়, অলিতে -গলিতে, গ্রামে - গঞ্জে নারী নির্যাতন, নারী অপহরন, নারী ধর্ষণ এর মতো জঘন্য সব বর্বরোচিত ঘটনা গুলো ঘটানো হয়, তখন আমরা কেন প্রতিবাদ করে সমাবেশ করিনা?!! দোষীদের শাস্তি দাবি করিনা ?!!! করলে কি আমাদের সমাজ ও রাষ্ট্রের মান - ইজ্জত ধুলোয় মিশে যাবে?!  

বাংলাদেশে যখন ছোট ছোট দরিদ্র ছেলে- মেয়েরা রাস্তায় নেমে অমানুষিক পরিশ্রম করে পেটের দুরন্ত ক্ষুধা মেটাতে ভাত যোগাড় করে, তখন তাদের অন্ন বা শিক্ষা দানের জন্য তো কাউকে এতো বেপরোয়া হতে দেখিনি !!! 

আমি দেখিনি বাঙ্গালী হতদরিদ্র শারীরিক ও মানসিক প্রতিবন্ধিদের কষ্ট লাঘবের জন্য তাদের  পাশে অগনিত লাখো মানুষের ঢল !!!  দেখিনি প্রাকৃতিক দুর্যোগে দুর্গত পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য হাজারো জনতার মিছিল !!! যদি হতো, কি যে ভালো লাগতো !!! তাহলে উপর থেকে পরম করুনাময় নিশ্চয়ই আমাদের উপর রহমত বর্ষণ করতেন আর অনেক খুশি হতেন। আমরা সবাই গর্ব করে বলতে পারতাম, আমরা বাঙ্গালী, আমরা গর্বিত, আমরা বাংলাদেশী । আমরা সুখে - দুঃখে একসাথে শান্তিপূর্ণ  বাংলাদেশে সুখ - দুঃখ ভাগাভাগি করে বাস করতে পারতাম। 

বাংলাদেশের শান্তি প্রিয় মানুষের কাছে আহবান, বর্তমান পরিস্থিতিতে কি হচ্ছে, কি হবে, এসব নিয়ে ভয় না পেয়ে; কোনটা ঠিক, কোনটা ভুল; কোনটা মানুষের কল্যাণের জন্য, আর কোনটা ক্ষমতার জন্য, সেটা আগে বুঝে নিন; একটু ভাবুন; ধৈর্য ধারন করুন; নিজেদের প্রত্যেকটা অধিকার নিয়েই বেঁচে থাকুন। আগামী দিনগুলোতে নিজেদের ভালো - মন্দের সিদ্ধান্ত নিজেরাই নিন। ভালো থাকুন। 






- Maksuda
Date: 06-04-2013















পার কি একটা জীবন বানাতে, যে জীবন কেড়ে নাও;
পার কি একটা জীবন সাজাতে, যে জীবন  ভেঙ্গে দাও।
পার কি একটা মুখে হাসি ফোটাতে, যার হাসি কেড়ে নাও,
পার কি কাউকে ভালবাসতে, যার ভালবাসা কেড়ে নাও।
আমি জিজ্ঞেস করি, পারবে কি তার হাতটা ফেরত দিতে?
তোমার কারনে যার হাত উড়ে গিয়েছিল কাল! 
ওরে, ভেবে কি দেখেছ একবার, ওটা করবার আগে?
ঠিক করছ ?    নাকি ভুল?!!!
ওহে পথহারা, ওরে দিশেহারা, কোথায় আছিস তুই,
বলতে কি পারিস, কার জন্য এসব করিস তুই? 
ক্ষমতার জন্য? নাকি ক্ষমতাবানের জন্য?!
আমি বলি, একবার এমন একটা কাজ করিস,
একটা মানুষের জন্য একটা ভালো কাজ করিস,
দেখিস তো, সেটা করবার পরে কেমন লাগে তোর?! 




- Maksuda






aas