Background

একটা জীবন বানাও তো দেখি !





পার কি একটা জীবন বানাতে, যে জীবন কেড়ে নাও;
পার কি একটা জীবন সাজাতে, যে জীবন  ভেঙ্গে দাও।
পার কি একটা মুখে হাসি ফোটাতে, যার হাসি কেড়ে নাও,
পার কি কাউকে ভালবাসতে, যার ভালবাসা কেড়ে নাও।
আমি জিজ্ঞেস করি, পারবে কি তার হাতটা ফেরত দিতে?
তোমার কারনে যার হাত উড়ে গিয়েছিল কাল! 
ওরে, ভেবে কি দেখেছ একবার, ওটা করবার আগে?
ঠিক করছ ?    নাকি ভুল?!!!
ওহে পথহারা, ওরে দিশেহারা, কোথায় আছিস তুই,
বলতে কি পারিস, কার জন্য এসব করিস তুই? 
ক্ষমতার জন্য? নাকি ক্ষমতাবানের জন্য?!
আমি বলি, একবার এমন একটা কাজ করিস,
একটা মানুষের জন্য একটা ভালো কাজ করিস,
দেখিস তো, সেটা করবার পরে কেমন লাগে তোর?! 




- Maksuda






Categories: Share

aas