আপনার উপর শান্তি বর্ষিত হোক
প্রতিটা মানুষের নিজস্ব মতামত, ধ্যান-ধারনা, চিন্তাধারার মধ্যে পার্থক্য থাকাটা স্বাভাবিক। এর কারন হল তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, পারিপার্শ্বিক পরিবেশ অর্থাৎ যেখানে সে বড় হয় অথবা যেখানে সে কিছু সময়ের জন্য অবস্থান করে; এছাড়াও অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট ও জ্ঞানের ভাণ্ডারের অবস্থানতো আছেই । আর তার অন্তরে ভালো ও মন্দকে আলাদা করার সামর্থ্য এই সব কিছু থেকেই তৈরি হয় । সবচেয়ে বড় বিষয় হল, শৈশব থেকে সর্বদিক দিয়ে উন্নতি অথবা অবনতির জন্য তার সুযোগ প্রাপ্তি হয়েছে কি না এবং সেটা হলেও কতটুকু হয়েছে ?
অর্থাৎ সৃষ্টিকর্তা থেকেই নির্ধারিত আছে যে, একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার পুরো জীবদ্দশায় কোন কোন অবস্থার মধ্য দিয়ে যাবে এবং কেন যাবে । আমরা মানুষেরা কিন্তু এই সমস্ত কেনর কিছুই বুঝিনা । যারা কিছুটা বুঝি বলে দাবি করি, তাদের কথা আপাতত নাই বা বললাম । আর মানুষ ঠিক তার অবস্থান থেকেই তার ইচ্ছা - অনিচ্ছার মতামত গুলি প্রকাশ করে এবং তার পছন্দ ও অপছন্দের কাজগুলি করে থাকে। এই কারনেই যে কোন ব্যক্তি যাই কিছুই বলুক অথবা ভাবুক, তার বলার অথবা ভাবার পিছনে নিশ্চয়ই উপরোক্ত গুরুত্বপূর্ণ কারন গুলি বিদ্যমান। আর এই জন্যই প্রতিটা মানুষের প্রতিটা ভাবনা ও মতামত গুরুত্বপূর্ণ । আমরা যারা একটু বেশি বুঝি, তাদের এটা ভুলে গেলে চলবেনা, মানুষ পৃথিবীতে আসে সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত তার নিজের অংশের চরিত্রটা পালন করবার জন্য ।
Maksuda
Date: 08-04-2013