Background

নতুন দিনের আশায় শুভ নববর্ষ


এমন কিছু কি বলা ভালো না, যা বললে অথবা করলে দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠিত হয় ?! আর বিশ্বাস ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি না করে নিজেদের অন্তরে বিশ্বাস কে বেশি করে  ধারন করাটা ভালো নয় কি ?!!


আসুন আমরা অন্য কারো যে কোন বিশ্বাসের  অনুভূতিতে আঘাত করে, এই সমস্ত কথা - বার্তা থেকে বিরত থাকি । মর্যাদা দেই নিজের মাতৃভূমির প্রতিটি নাগরিকের প্রতিটি মতামতকে । ধনী - গরীব, উঁচু - নিচু, শিক্ষিত - অশিক্ষিত, এই দল - সেই দল, এই জাত - সেই জাত ভুলে গিয়ে সকলে উৎসবের আনন্দে মিলিত হওয়ার এই চমৎকার নববর্ষের প্রথম দিনে অতীতের সব কলুষিত দিনের কথা ভুলে গিয়ে একসাথে সোনার বাংলাদেশ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বাক্ত করি । মানুষকে মানুষের মতো মূল্যায়ন করি, দেশকে ভালোবাসি । - শুভ নববর্ষ ।




Maksuda
14-04-2013

Categories: Share

aas