Background
The five basic human needs are a list of essential factors that together build the foundation of a society. The list consists of exactly what the name suggests: extremely “basic” items that are the right of every human being, which need to be present before any real development can take place. 

Among them, “safety” is one such need; and there is a clear lack, as well as a lack of effort, of any kind of safety in Bangladesh. While safety from crime is something that has deteriorated to a point far beyond our control, we are focusing on other aspects of safety; what about the controllable safety measures within our reach that we can adopt in our everyday lives? The biggest challenge is the complete lack of awareness of safety in our society. At first we need to embrace the fact that safety is a human right, and we cannot deny ourselves or other citizens their safety. Our cities are so densely populated that an accident next door could harm us as well. For this reason, maintaining safety first is everyone's responsibility.

Safety at home

The practice of safety begins from the home, but does everyone really know of the dangers in the household? Breaking a few habits can reduce many risks. The first habit is how we deal with fire. Sometimes we literally pretend it does not exist; if you do a lot of cooking, you probably cannot count how many times you've left the fire burning at the stove. Since smoke alarms do not exist in Bangladeshi households, there is no way to know if something is wrong in your unattended kitchen until it's too late. Our beautiful saris and the elaborate long kameezes that are in vogue with the bell bottom sleeves and the chiffon scarves are the worst outfits to wear when you are cooking; they catch fire very easily. Another bad habit to break is hanging clothes in the kitchen to dry with the stove on when it's raining outside. You are just one light breeze away from a piece of clothing dropping on the open fire and causing a crisis.

A concept that is still alien to us is that of “child-proofing” the house. In many countries, when a child is born in a household, especially when she reaches her toddler years, parents install a lot of contraptions to ensure the safety of the toddler. For example, a childproof gate on top of the stairs so that she won't fall; or locks on cupboards and drawers that she could possibly reach, like those under kitchen counters. What do we do when there's a toddler in the household? We hire a maid and dump all the responsibility on her shoulders. Don't be passive about your child's safety; stay proactive and install safety measures in the house. And in case something does happen, do you know how to treat a burn? If you drop hot water or a cup of tea on your lap and your pants get stuck to your skin, what do you do? How is a first degree burn different from a third degree burn, and how do you immediately treat it? Ask these questions, because you never know when you might need to know the answer.
 

Workplace safety
Your workplace is where you spend most of your waking hours every day and unlike your home, your office, especially if you consider the building as a whole, might have a large group of people. The safe handling of electronics is the first priority at work. When you leave your office, turn off all the power switches on your computer. This also applies to the home as well. In a country with frequent power outage, we tend to forget that when it comes back on, there is a surge of power rushing through the wires that might fluctuate and burst, causing a fire if the fuse isn't working. Unattended, this kind of incident could have staggering effects, especially in offices because no one will be present to handle it after a certain time of the day.

There are extensive occupational health and safety standards manuals and even longer training programmes provided to staff in many countries. If your workplace is one where there is a lot of manual labour, you should be aware that there is a proper way to lift heavy objects without straining your back. There are also some stretches that can be done by employees who work at their computers all day. Research these basic standards and put up the diagrams that depict the simple postures in the tea corner at work; this simple gesture can significantly reduce a lot of irreversible back injuries. Observe your office building to see if fire exits are clearly marked, and most importantly, usable and not locked from the outside. Are there fire extinguishers on every floor, and do you know how to use them? Are there regular fire drills?  

Safety is everyone's responsibility
Pointing fingers is easy, but ensuring safety for all can never start with just one person. You've got a role to play as much as anyone else. Is your family aware of all the basic safety issues in the household? Does your workplace have a fire safety strategy enforced? If you are a teacher, you need to start a special class in your school that teaches your students about safety and how to treat burns and injuries. If you play a management role at your office, it's time to do a random fire drill. If you're a concerned family member, you need to let the rest of your family, including the helping hands, know about all the things that could go wrong so they are extra careful.
 
And finally, if you believe yourself to be a concerned citizen, you will take some time out of your busy Facebook stalking schedule to look up all the issues mentioned above on the Internet. Let's stop making safety second, third, fourth, and sometimes even the last, thing on our mind.




By Mehereen Aziz
Source: The Daily Star, Bangladesh.
তীব্র দাবদাহে সারা দেশের মতোই হাঁসফাঁস করছে রাজধানীবাসী। এমন পরিস্থিতিতে নগরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রাজধানীর বেশির ভাগ এলাকায় ওয়াসার পানির পাম্প বন্ধ থাকায় কয়েক দিন ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পাম্প বন্ধ রাখার কারণ হিসেবে বিদ্যুতের সমস্যার কথা উল্লেখ করে ওয়াসা বলছে, বিদ্যুতের সমস্যা আরও তীব্র হলে সব জেনারেটর ব্যবহার করা হবে। একই সঙ্গে ওয়াসার কর্তাব্যক্তিরা বলছেন, রাজধানীতে পানির সংকট নেই। এটি সাময়িক সমস্যা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো ওয়াসার গতকাল মঙ্গলবারের দৈনিক প্রতিবেদনেই প্রায় ২০ কোটি লিটার পানি কম উৎপাদিত হওয়ার তথ্য রয়েছে। এ প্রতিবেদনে বলা হয়, বিদ্যুতের সমস্যার কারণে গতকাল ওয়াসার ৬৭০টি গভীর নলকূপের মধ্যে ২৩৪টিই বেশির ভাগ সময় বন্ধ ছিল। ‘বিদ্যুৎবিভ্রাটের জন্য’ পানির পাম্পে ৫৩৯ ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল পানি উৎপাদন করার কথা ছিল ২৪৯ কোটি ৩৬ লাখ লিটার। এর মধ্যে উৎপাদন সম্ভব হয়েছে ২২৯ কোটি ৩৫ লাখ লিটার। ওয়াসার তথ্যমতে, সাধারণভাবে রাজধানীতে দৈনিক পানির চাহিদা ২২৫ কোটি লিটার এবং উৎপাদনক্ষমতা ২৪২ কোটি লিটার। গরমের সময় চাহিদা ও উৎপাদন দুটিই বাড়ে।  ওয়াসার প্রতিবেদনে বলা হয়েছে লো-ভোল্টেজ, হাই ভোল্টেজ এবং লোডশেডিংয়ের কারণে গভীর নলকূপের অনেক পাম্প বন্ধ রাখা হয়েছে। অথচ ওয়াসার বেশির ভাগ পাম্পেই জেনারেটর রয়েছে। এগুলোর জন্য নিয়মিত তেল খরচের হিসাবও দেওয়া হয়।
 
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (উৎপাদন ও রক্ষণাবেক্ষণ) এ ডি এম কামরুল আলম প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ সমস্যা আরও তীব্র হলে সব জেনারেটর ব্যবহার করা হবে। তিনি দাবি করেন, শীতলক্ষ্যা নদীর পানির স্তর নেমে গিয়ে দূষণ বেড়ে যাওয়ায় সায়েদাবাদ পানি শোধনাগারে উৎপাদনে সমস্যা হচ্ছে। গরমের কারণে পানির ব্যবহারও বেড়ে গেছে। পানির সমস্যা কমানোর জন্য পুরো জনবল কাজে লাগানো হচ্ছে বলে দাবি করেন উপব্যবস্থাপনা পরিচালক।
 
পানির কষ্ট, ভোগান্তি: গতকাল মগবাজার পাগলা মাজার গলির বেশ কয়েকজন বাসিন্দা পানির দাবিতে খোদ ওয়াসা ভবনে এসে হাজির হন। তাঁরা ব্যবস্থাপনা পরিচালককে না পেয়ে অন্য কর্মকর্তাদের কাছে অভিযোগ জানিয়েছেন। প্রথম আলোকে তাঁদের কয়েকজন বলেন, বেশ কয়েক দিন ধরে নয়াটোলা গভীর নলকূপ বন্ধ।
 
নগরের গোপীবাগ বালুর মাঠ এলাকায় ওয়াসার পাম্প হাউসের সামনে গত রোববার রাত সাড়ে ১১টার সময়ও পানি সংগ্রহের জন্য বিশাল লাইন দেখা যায়। গোপীবাগ, রামকৃষ্ণ মিশন রোড, অভয় দাস লেন, পেয়াদাপাড়াসহ আশপাশের এলাকায় পানির চরম সংকটের কারণেই এই ভিড়। গোপীবাগের বাসিন্দা আলতাফ হোসেন জানান, প্রায় এক ঘণ্টা ধরে পানির জন্য অপেক্ষা করছেন। এখনো তাঁর সামনে অন্তত ১০০টি বালতি, কলসি বা জ্যারিকেন রয়েছে।  মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং লিমিটেড এলাকায় তিন সপ্তাহের বেশি সময় ধরে পানির তীব্র সংকট চলছে। এলাকার গৃহিণী কানিজ বাতুলসহ কয়েকজন বাসিন্দা জানান, তিন-চার দিন ধরে দিনে দুই ঘণ্টাও পানি থাকছে না। সমস্যা নিরসনে এলাকার বাড়িওয়ালারা ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে গেলেও কোনো কাজ হয়নি।

বাড্ডার ভাটারা এলাকায় চার দিন ধরে পানির সমস্যা। পানির কষ্টে আছেন এলাকার প্রায় ৫০ হাজার বাসিন্দা। একই সমস্যা তেজগাঁও তেজকুনী পাড়া, মিরপুর ১, ২, ৫, ১০, ১২, ১৩, ১৪ নম্বর সেকশন, বড়বাগ, মধ্য পীরেরবাগ, মনিপুর, সেনপাড়া পর্বতা, শেওড়াপাড়া, কাজীপাড়া, কল্যাণপুর, ইব্রাহিমপুর, কাফরুল, পুরান ঢাকার বেশির ভাগ এলাকা, কাঁঠালবাগান, হাজারীবাগ, জিগাতলা, লালবাগ, আজিমপুর, মোহাম্মদপুরের নুরজাহান রোড, সলিমুল্লাহ রোড, পিসি কালচার হাউজিং সোসাইটি এলাকায়। অনেক জায়গায় ময়লা ও দুর্গন্ধের কারণে পানি থাকলেও ব্যবহার করা যায় না।
এ অবস্থায় পানির গাড়ির জন্য নগরের বিভিন্ন এলাকা থেকে ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে ভিড় করছেন ভুক্তভোগীরা। বেশির ভাগই ব্যর্থ হচ্ছেন। লালমাটিয়া এলাকার বাসিন্দা মহসীন আশরাফ বলেন, রোববার ‘সিরিয়াল’ দিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত পানি পাননি। ঢাকা ওয়াসার পানিবাহী গাড়ির সংখ্যা ৪০টি। কিন্তু ওয়াসার গতকালের হিসাব থেকে দেখা যায়, নগরের ২৯৪টি এলাকা থেকে গাড়িতে পানি সরবরাহ চেয়েছে লোকজন। দেওয়া সম্ভব হয়েছে মাত্র ১৬০টি বাড়িতে।

তথ্যসুত্রঃ প্রথম আলো, বাংলা্দেশ।

aas