Background
 A small initiative sometimes can be of great help to many deprived people. With the setting up of a primary school at Char Parbatipur village under Sadar upazila of the district, children of the village now have the opportunity to receive elementary education. Over 1,000 people now live on the land that emerged from the Brahmaputra River in Jatrapur union in 2002. But their children have been deprived of education for want of a school. Funded by Caring and Sharing LSI Fu-Tien Foundation, a non governmental organisation (NGO) of Thailand, the school has been built on a 30 decimals of land on February 12 and formally inaugurated by lawmaker Md Zafar Ali on February 22.

Initially, 100 children have been enrolled at the school. Three of the four teachers, recruited for the school, will get Tk 6,000 per month while the other, religious teacher, will receive a monthly salary of Tk 2,500. Kurigram district information office will coordinate the activities of the school. The NGO will provide books, school bags, pencils and other materials for the students. Chaired by District Information Officer Md Nurunnabi Khandoker, the inaugural function was addressed, among others, by Lawmaker Md Zafar Ali, Sadar upazila Nirbahi Officer (UNO) Md Mostafizur Rahman, Kurigram Press Club President Shafi Khan, and Jatrapur Union Parishad Chairman Abdul Gafur. At least 500 people of Char Parbatipur village were present at the function held on the school premises.

UP Chairman Abdul Gafur said as there is no school in seven other char areas of the union, Char Parbatipur Primary School will help the children of the areas receive primary education. District Information Officer Md Nurunnabi Khandoker said a 24-metre-long tin-shade house of the school is being constructed and the NGO has given Tk 1.25 lakh for this poupose. It will also give the school Tk 500 per moth as maintenance cost, he added. Lawmaker Md Zafar Ali in his speech said one more primary school will be set up in another char village as soon as possible. A secondary school-cum-cyclone shelter will also be built in the union, he added.




Source: The Daily Star
 After Malaysia, Bahrain is now interested to recruit people from Bangladesh under state arrangements, said Expatriates Welfare and Overseas Employment Minister Khandker Mosharraf Hossain yesterday. If the discussion with the Bahrain government is successful, he added, it will be possible to “reduce the cost of migration” to the country and ensure transparency in recruitment.

Around 15,000 to 20,000 Bangladeshi workers will be able to go to Bahrain legally every year, Mosharraf said while speaking to reporters at his office in the capital. The minister will sit with a three-member delegation from the island country to discuss the process in detail today. Earlier, the Bangladesh government signed an agreement with the Malaysian government to send workers under a government-to-government process in November last year. Accordingly, the government selected 10,000 workers, who will be sent to Malaysia to work in the plantation sector. The move was taken to stop the intervention of middlemen and thus boost transparency.

The minister yesterday suggested the possibility of following the same procedure with Bahrain after a meeting with Nikolas Dendias, public order and citizen protection minister of Greece. He urged the Greek minister to assist Bangladeshi people working in Greece in visa-related problems in the country. Around 5,000 Bangladeshis are now working in Greece, said Mosharraf. Of the United Arab Emirates' restriction on the recruitment of Bangladeshis, he said, “We do not have any specific information about its plan to recruit our workers.” In September last year, the UAE government imposed unofficial restrictions on the recruitment of Bangladeshi workers and the renewal of their visas. The country later declared for the fourth time a general amnesty for illegal residents there, which ended on February 4.






Source: The Daily Star
The prices of the most shares on the country's premier bourse dipped in early trading on Sunday after a three-day break. 21st February (Thursday) was a government holiday for International Mother Language day while Friday and Saturday were weekends.

DGEN, the benchmark General Index of Dhaka Stock Exchange, shed 44 points to reach 4,210 points at 10:45am when this report was filed. Of the issues traded, 83 declined, 26 advanced and 16 remained unchanged.

A total of 6,172 trades were executed with Tk 22.59 crore changing hands.
On Wednesday, trading at the country's premier bourse ended at 4,254 points decreasing 46 points.







Source: The Daily Star




"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।
ছেলে হারা শত মায়ের অশ্রু ঝরা এ ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।"




  

 - Hello everybody, International Mother Language Day is an observance held annually on 21 February worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. In the day of 21st February of 1952, when a group of students sought to storm in the area of Dhaka University defending the Bangla language for ourselves and for future generation, police opened fire and killed a number of students, including Abdus Salam, Rafiq Uddin Ahmed, Abul Barkat and Abdul Jabbar.


We remember our martyrs from the very deep of our heart. We are proud that we had our golden boys who sacrificed their life for our mother language and that's why people around the world could know about the nation and they respectfully remember our boys, our language, our people and our nation in this day of 21st February. 





- Maksuda


চার দশকের বেশি সময় ধরে বুকের ভেতর জমতে থাকা অনুভূতিগুলো গোটা গোটা হরফে ঠাঁই পেল কাগজের চিঠিতে। ডাকপিয়ন বেলুনে চড়ে সেই চিঠি যাবে আকাশের ঠিকানায়, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের কাছে। ঘড়িতে বিকেল চারটা ১৩ বাজতেই হাজার হাজার চিঠি উড়েছে আকাশে।
১৯৭১ সালের মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আজ বুধবার বিকেলে শহীদদের উদ্দেশে লেখা চিঠি বেলুনে ওড়ানো হয়।
শহীদদের কাছে চিঠি পাঠানোর এই অভিনব উদ্যোগের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ আর অকৃত্রিম দেশপ্রেম। ২০১৩ সালে এসেও নতুন প্রজন্ম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিকেল চারটা ১৩ মিনিটকে। ওই দিন ঠিক এ সময় পাকিস্তানি হানাদার বাহিনী এই শাহবাগের পাশের রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। সোহরাওয়ার্দী উদ্যানের কাছেই আজকের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ। 







উৎসঃ দৈনিক প্রথম আলো  

Basically social and economic crisis of people in the sense of individuality of developed or underdeveloped countries are out of focus always. Most of the significant times of our lives are passed away by meeting our fundamental rights while people of advance world are busy to scientific invention, conquering space etc. Because of not being worried about their fundamental rights or human, social and national rights, they can think about that much. But in the environment of Bangladesh, the picture is different where people are not free from depression, deception, injustice and corruption. Many of our people have raised their voice for poverty, justice and human rights and this is good news. In accordance with this way, We, the people of Bangladesh have come ahead to research our problems, to feel the pain of our people, to cteate awareness amongst people about their rights which they deserve from our society and nation and find out better solutions for the improvement of lives, society and economics.
The communication process is complete once the receiver has understood the message of the sender. Our Communication is a process by which meaning is assigned and conveyed in an attempt to create shared understanding. Therefore, effective communication serves the purpose for which it was planned or designed. Possible purposes might be to elicit change, generate action, create understanding, inform or communicate a certain idea or point of view. When the desired effect is not achieved, factors such as barriers to communication are explored, with the intention being to discover how the communication has been ineffective. Misunderstandings can be anticipated and solved through formulations, questions and answers, paraphrasing, examples, and stories of strategic talk. Thus people will come to know about our objectives and works of human and social welfare. The system of our communication empower people of different grounds from urban to rural life and make them conscious about their own problems related with society and they can take actions as necessity demands as well as support themselves.







Our Research and experimental development is formal work undertaken systematically to increase the stock of knowledge, including knowledge of humanity,  our attitude, Problems, culture and society, economics and the use of this stock of knowledge to devise new applications. It is used to establish or confirm facts, reaffirm the results of previous work, solve new or existing problems and find out solutions. The major steps in conducting our research are:
  • Identification of research problem
  • Literature review
  • Specifying the purpose of research
  • Determine specific research questions or hypotheses
  • Data collection
  • Analyzing and interpreting the data
  • Reporting and evaluating research
Although we always do not follow the above procedure to complete a research work or do not present reports over research, but our objectives and tasks of research  mean the same. The steps generally represent the overall process, however they should be viewed as an ever-changing process rather than a fixed set of steps.



Our future activities will be moved around the following possible actions which are some examples of the enormous amounts of accomplishments:

1. Advocacy for changing our knowledge and thinking behavior.
2. Community empowerment.
3. Registration with Govt. and other authorities.
4. Research and Analysis
5. Socially Responsible Investments.
6. Social works for human welfare
7. Social Enterprises and Organizations
8. Micro Finance etc.

Dear Viewers,

We are very much glad to inform you that from our research work and through our websites you will be able to get the most important events and news of today's Bangladesh and World also. From having right information in the right period of time, people may come to know their significant way to achieve their so longing objectives. Human have interacted over long distances for thousands of years. The overland Silk road that connected Asia, Africa and Europe is a good example of the transformative power of international exchange that existed in the old world. So to present important information here is not only the effort to expand our research work for the human welfare and to make our future organization but also to make you learn the best information in the perfect time about the society and the country and to build up your high thinking attitude and policy to contribute your little but wonderful role to our society.
                                                        
                                                        -Maksuda

 Dear All,

We would like to request you to visit our websites, facebook groups, pages etc. and share your own ideas with ours. If you have any new suggestions for the formulation and implementation of our research work as well as human welfare tasks and if you find any mistake, please let us know about those, so that we can  rectify our mistakes,  consider new suggestions and take better decisions in future. Because the process of integration arises from the interchange of peoples views and ideas and universalize the characteristics of any local group, product, idea, society, associate or any nation. From these interchanging processes we may be able to find out some better solutions of the problems of our society.


-Maksuda
 
Dear All,

There is no hesitation to say that we are new at present while trying to share our posts or future plans with all of you. Internet is a place where we can send, receive or view our thoughts with anybody staying anywhere throughout the world. Globalization refers to the emergence of an international network of social or economic system. We mean globalization about our work; because to inform, to share, to work with and to deal with any person, authority, organization or any party around the country and the world in order to communicate our philosophy, social and organizational problems and to change the systems for better solutions. So our request to each viewer to evaluate our work from your thinking point of view, share each suggestion and help us to grow.

- Maksuda

 


Our future plans and activities about getting  executive involvement with will be related to Bangladesh Govt. and other significant authorities of Bangladesh. If we would able to achieve our objectives in our homeland, then we will try our best to get executive involvement with international communities and organizations.




- Maksuda

বিশ্বের অপুষ্টিতে আক্রান্ত প্রতি তিনজন শিশুর একজন ভারতে বাস করে। আফ্রিকার দারিদ্র্যপীড়িত সাব-সাহারান অঞ্চলের চেয়েও ভারতে অপুষ্টি সমস্যার তীব্রতা বেশি। সম্প্রতি এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণায় নেমেছেন বলিউডের অভিনেতা আমির খান।
ইউনিসেফের অপুষ্টিবিষয়ক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন আমির। সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আর বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে অপুষ্টির ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করার কাজ শুরু করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত এ তারকা। পুরো ভারতে চলবে এই প্রচারণা। এক খবরে এমন তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
এ প্রসঙ্গে ইউনিসেফের কর্মকর্তা ক্যারোলিন ডেনডাল্ক জানিয়েছেন, এই প্রচারণার জন্য ১৮টি ভাষায় ৪০টি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।
শিশুমৃত্যুর অন্যতম কারণ অপুষ্টি। প্রায় ৫০ শতাংশ শিশুমৃত্যুর পেছনে রয়েছে এই অপুষ্টি। অপর্যাপ্ত খাবারের কারণে কিংবা ভালো মানের খাবারের অভাবে অপুষ্টিতে আক্রান্ত হয় শিশুরা। অপুষ্টির কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।



উৎসঃ দৈনিক প্রথম আলো

This is sensational news that whereas tree plantation and social forestry are being encouraged by the government, some vested quarters are doing a brisk business of unauthorised felling of trees. It is revealed in a prominent Bangla daily report from its Gazipur correspondent that 60 trees had been sawn off at Pubail under a fictitious tender. It is understood that the trees were extremely valuable property of the state, the list including rain tree, korai, eucalyptus, mehgony and akashmony. Besides, 20-25 trees have been half-felled.
This constitutes a blatant violation of law and expropriation of public property through fraudulent means. The crime was committed by alluding to Roads & Highway Department's imaginary plan for widening roads on both sides. A local AL worker is said to have directed a weeklong tree felling activity drawing a reference to what transpires to be a fake work order. After having felled the trees, the timber was auctioned under the nose of local administration, and the booty was taken away allegedly by an AL man. In fact, there is suspected to be a racket involving some other people who make a bonanza of luxuriant trees.
This maybe just the tip of an iceberg. For, this has been going on for long and yet the local forest and other authorities seemed to have looked the other way. In fact, it is alleged that a local racket tried to sell some 265 trees valued at a few crore taka for a paltry sum of Tk 3,85,000. This is serious dereliction of duty on the part of the authority that had planted and grown the trees in the first place. Investigation and auditing should be conducted on the loss of trees. Then legal proceedings need to be drawn against the responsible persons and private parties.
The matter needs to be addressed seriously because what is at stake here is not merely public property but also ecology and environment in the areas concerned.

Source: The Daily Star.
♥♥  My deep greetings to Everyone living in Bangladesh or Abroad.....
In this crucial moment of "GONOJAGORON", I wish every necessary success of each citizen of Bangladesh for  making our Development way.... 
 I remember respectfully our martyrs of 1971 at this moment...... 
 Happy Valentine's Day  ♥♥  - MAKSUDA


  -  MAKSUDA
- Maksuda

The Bangladesh Cricket Board (BCB) has in principle agreed to increase the salary of the national cricketers for the second time this year.
A total of fifteen players had earlier been given central contracts and were also awarded a 10 per cent increase in salary for the current year during a board meeting on January 14, but the players were not satisfied with the increment.
The players, who are yet to sign the contract papers, led by Mushfiqur Rahim placed their demands during a meeting with the board high-ups on Sunday and president Nazmul Hassan Papon agreed in principle about a further increase in salary.
“Their demand was logical as they have been receiving less money than the previous one because of the withdrawal of the performance bonus (a decision taken by the previous board). One player who had earlier received Tk 4 lakh in a year is now getting less than that because of the withdrawal of the performance bonus. Our board president agreed in principle that the salary will be increased to adjust the loss,” said BCB's media committee chairman Jalal Yunus yesterday, adding that salaries across the board have been increased by 30 per cent over the last four years.
Mashrafe Bin Mortaza, Shakib Al Hasan, Tamim Iqbal, Mushfiqur Rahim, Abdur Razzak and Mahmudullah Riyad are in Grade A+ and their monthly salary reached Tk 1.50 lakh after the 10 per cent increase while Grade B players Rubel Hossain, Shafiul Islam and Nasir Hossain earn Tk 1 lakh. Jahurul Islam and Elias Sunny in Grade C earn Tk 75,000 per month and newcomers Shohag Gazi, Anamul Haque, Abul Hasan and Mominul Haque have been brought under BCB's rookie contracts for a monthly income of Tk 50,000.
The players also demanded a rise in match fees. Under the existing structure a player gets Tk 1 lakh for playing a Test match, a figure that increases to Tk 1.5 lakh if the match rolls into lunch on the fifth day. Match fees for ODIs is Tk 60,000 per match and Tk 35,000 per T20I.
Recently there has been a desire among the players to participate in the various T20 leagues around the world, but during the meeting the board high-ups made it clear that players must give national duty the highest priority. The board however decided to give all-rounder Shakib a NOC to play county cricket for the third successive season as his stint would not clash with national duties. 


Source: The Daily Star

More than 16,000 people were murdered and over 3,000 incidents of abduction and forced disappearance took place in the last four years in the country, the home minister told parliament yesterday.
In response to lawmakers' queries, Muhiuddin Khan Alamgir also said 50,000 incidents of repression on women occurred during the same period with 19,422 of those last year alone.
He said 900 people were punished in the cases filed for repression on women, acid throwing, abduction and rape.
Of the murders, the minister said, 51 were political and 16,285 were apolitical.
The law enforcement agencies have prepared a list of criminals and are keeping constant vigil on their movements to improve law and order, he mentioned.
In response to another query, Muhiuddin said 20 to 25 people were made accused in the first information report in the Biswajit murder case, and 11 were arrested.
There are 68 prisons in the country and they can accommodate 33,570 prisoners but there are now 68,402, he said. 



Source: The Daily Star
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ একটি কর্মপরিকল্পনার প্রধান (লাইন ডিরেক্টর) হিসেবে দৈনিক এক লাখ ১২ হাজার ৮৮৭ টাকা করে সম্মানী নিয়েছেন। এভাবে ১২৪ দিনে সম্মানীর নামে তিনি এক কোটি ৩৯ লাখ ৯৮ হাজার টাকা নিয়েছেন বেআইনিভাবে। এ তথ্য মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের।
সিএজি কার্যালয়ের ফাপাদের (ফরেন এইড প্রজেস্টস অডিট ডাইরেক্টরেট) নিরীক্ষক দল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কার্যপরিকল্পনায় (অপারেশনাল প্ল্যান) ২০১১-১২ অর্থবছরে ১৫ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৮০০ টাকার অনিয়ম চিহ্নিত করেছে। এর মধ্যে আছে সরকারি ক্রয়বিধি না মেনে প্রশিক্ষণসামগ্রী কেনা, মাত্রাতিরিক্ত ফটোকপি, বেমানান সম্মানী ও অপরিকল্পিত কাজে অর্থ ব্যয়।
সিফায়েত উল্লাহ ২০১০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) ছিলেন। মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, স্বাস্থ্য খাতের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সিফায়েতের মতামতকে মূল্য দেন। তাঁদের অভিযোগ, উপ-প্রকল্প ব্যবস্থাপক এ কে এম জাফরুল্লার যোগসাজশে আর্থিক দুর্নীতি হয়েছে। তবে এর সঙ্গে আরও অনেকেই জড়িত।
নিরীক্ষা প্রতিবেদনের তথ্য জানার পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, দুর্নীতি ধরা পড়বে না অথবা ধরা পড়লেও পার পেয়ে যাবেন এমন বিশ্বাস থেকেই এঁরা দুর্নীতি করে গেছেন। এঁদের সঙ্গে অন্য আরও অনেকের যোগসাজশ আছে। তিনি বলেন, মহাপরিচালকের অধীনে কয়েক হাজার চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। তাঁর দুর্নীতির প্রভাব পড়ছে কেন্দ্র থেকে মাঠপর্যায়ে। কর্তৃপক্ষের উচিত জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচি (এইচপিএনএসডিপি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কর্মসূচি। ৩২টি কর্মপরিকল্পনার মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কার্যপরিকল্পনায় ২০১১-১২ অর্থবছরে বরাদ্দ ছিল ৮২ কোটি ২০ লাখ টাকা। টাকা ছাড় হতে দেরি হওয়ায় কাজ শুরু হয় ২০১২ সালের জানুয়ারি থেকে। জানুয়ারি থেকে জুন এই মূল বরাদ্দের ৯১ শতাংশ অর্থ খরচ করা হয়।
অনিয়মের ব্যাপারে সিফায়েত উল্লাহর মতামত জানতে ৩ ফেব্রুয়ারি প্রথম আলোর দুই প্রতিবেদক তাঁর কার্যালয়ে যান। অভিযোগ শোনার পর তিনি বলেন, কার্যপরিকল্পনা বাস্তবায়নের বিস্তারিত তিনি জানেন না। কিছু ক্ষেত্রে তাঁর সই নকল করা হয়েছে। তবে এ ব্যাপারে তিনি কোথাও অভিযোগ করেননি।


 - দৈনিক প্রথম আলো, ১১-২-১৩
At least 16 people were killed and 18 injured when a picnic bus from Gazipur plunged into Matamuhuri river on Chittagong-Cox’s Bazar highway in Chakoria upazila of Cox’s Bazar early Monday.

Source: The Daily Star
ঢাকার শাহবাগ থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার। চট্টগ্রামের প্রেসক্লাব চত্বর থেকে রাজশাহীর আলুপট্টি মোড়। খুলনার শিববাড়ি মোড় থেকে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার। বগুড়ার সাতমাথা থেকে যশোরের চিত্রা মোড়। কুমিল্লার কান্দিরপাড় থেকে কুষ্টিয়ার থানা মোড়। এই বাংলাদেশ প্রতিবাদের সুতায় গাঁথা। এই প্রতিবাদ তরুণের, যুবকের, প্রৌঢ়ের। এই প্রতিবাদ ভ্রাতা-ভগ্নি-মায়ের। এই প্রতিবাদ সারা বাংলার। 

  মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি আদায়ে শাহবাগ থেকে এর শুরু। চলছে টানা তিন দিন। মাঝে নির্ঘুম টানা দুই রাত। দুই দিনের হরতাল শেষে গতকাল বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কর্মদিবস। তাতে জমায়েত কমেনি। ভোর থেকে গগনবিদারী স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়েছে রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগ চত্বর। চার রাস্তার মোড়টিকে ঘিরে নতুন প্রজন্ম যেন যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনকে দিয়েছে নতুন মাত্রা।
সব মতের মানুষের এখন ঠিকানা যেন একটাই—রাজধানীর শাহবাগ চত্বর। কেউ কেউ এর নাম দিয়েছেন প্রজন্ম চত্বর। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চেতনার যে প্রদীপ জ্বেলেছে তারুণ্য, তা অগ্নিশিখা হয়ে ছড়িয়ে গেছে চারদিসারা দেশে।


-দৈনিক প্রথম আলো 


Thousands take position at the capital's Shahbagh intersection for a second day yesterday demanding capital punishment for Jamaat leader Abdul Quader Mollah. Protestors, who include teachers, students, politicians and cultural activists, vowed to continue the movement until their demand is met. Inset, people march in procession to the Shahbagh demonstration.

Forty-two years after the Liberation War, sentiments of liberation were rekindled as thousands yesterday refused to leave the street and go home until their demand for capital punishment for war criminals were met. 

Source: The Daily Star

 দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের প্রশ্নে জনগণের মধ্যে একধরনের স্বপ্নভঙ্গ হচ্ছে। সরকারি দল তার নির্বাচনী ইশতেহারে অনেকগুলো উচ্চাভিলাষী রাজনৈতিক ও অবকাঠামোগত এজেন্ডার কথা জনগণের কাছে তুলে ধরেছিল। এর মধ্যে পদ্মাসেতু বাস্তবায়ন, ঢাকার যানজট নিরসন, বিদ্যুৎ সমস্যা নিরসন, মুক্তিযুদ্ধের সময়কার মানবতা বিরোধী অপরাধের বিচার প্রভৃতির কথা উল্লেখ করা যায়। এজেন্ডাগুলো বাস্তবায়নে সরকারের সাফল্য-ব্যর্থতার মূল্যায়নে ব্যর্থতার পাল্লাই ভারী। বিশেষত, গত চারবছরে পদ্মাসেতু বাস্তবায়ন এবং বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকার অনেক দূর এগিয়েও দুর্নীতির অভিযোগ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রশ্নে বিশ্বব্যাংকের সাথে বনিবনা না হওয়ায় এডিবি, জাইকা ও আইডবি’র পশ্চাতপসারণের পর পদ্মাসেতুর কাজ শুরু করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বিদ্যুৎ খাতে বিগত জোট সরকারের রেখে যাওয়া ঘাটতিসহ ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিশাল চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের উচ্চাভিলাষী পরিকল্পনা ছিল অনেক বেশি সাহসী এবং গতিশীল। কিন্তু কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আমদানি ও ভর্তুকির নামে বছরে জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা লোপাট হওয়ার বড় ধরনের দায় থেকেও সরকার বের হতে পারছে না। গত ৪ বছরে ৬ বার জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েও ভর্তুকির দুর্বহ বোঝা লাঘব করা যাচ্ছে না। একদিকে দেশের পুরনো বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো উপযুক্ত রক্ষণাবেক্ষণ, জ্বালানি সরবরাহ ও ওভারহোলিংয়ের অভাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক রাখতে পারছে না, অন্যদিকে বিদ্যুৎঘাটতি দ্রুত পূরণের লক্ষ্য নিয়ে নানা ধরনের আইনগত সুবিধা দিয়ে বিনিয়োগের অনুমোদন দেয়া হলেও কুইকরেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো গত চারবছরে দেশে বড় ধরনের শিল্প বিনিয়োগের উপযুক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন দূরের কথা, চলমান ঘাটতিই পূরণ করতে পারেনি। গত ৪ বছরে রাজধানীর যানজট পরিস্থিতির কোন লক্ষণীয় অগ্রগতি দেখা যায়নি। তবে ইতিমধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত বনানী ওভারব্রিজ ও হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্প রাজধানীর উত্তরাংশের যানজট কিছুটা কমিয়ে আনার পাশাপাশি সৌন্দর্য বর্ধন এবং যান চলাচল নিরাপদ ও নির্বিঘœ করতে বেশ কার্যকর ভূমিকা রাখতে শুরু করেছে। এটা সরকারের বড় সাফল্য বলা যায়।
মহান মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি একটি সার্বজনীন দাবি হয়ে উঠলেও দীর্ঘ ৪০ বছর পর এ ধরনের স্পর্শকাতর ও জটিল বিষয়ের আইনগত ও রাজনৈতিক মীমাংসার প্রশ্নে সরকারের পক্ষ থেকে যে ধরনের রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক সমন্বয়ের দরকার ছিল চলমান বাস্তবতায় তার ঘাটতি প্রকট আকারে ধরা পড়ছে। একনম্বর ট্রাইবুনালের প্রথম প্রধান বিচারক নিজামুল হক নাসিমের স্কাইপ আলাপের তথ্য ফাঁস হওয়ার পর শুধু বিএনপি-জামায়াতই নয়, বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম এবং মিডিয়াও একে ‘বিতর্কিত ট্রাইবুনাল’ বলে আখ্যায়িত করার সুযোগ পেয়েছে। যুদ্ধাপরাধ ট্রাইবুনাল থেকে পাস হওয়া প্রথম রায়ে পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ জারি হওয়ার পর বিদেশি অনেক মিডিয়া একে বিতর্কিত ট্রাইবুনালের রায় বলে আখ্যায়িত করেছিল। লাখো মানুষের প্রাণ ও রক্তের বিনিময়ে আমাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জনের চারদশক পর দেশে যখন মুক্তিযুদ্ধের সময় বেসামরিক নাগরিক হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের সাথে জড়িতদের বিচারে এক ধরনের সামাজিক ও রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল, তখন এই বিচার প্রক্রিয়ায় বিতর্কিত হয়ে পড়া কাক্সিক্ষত নয়। যুদ্ধাপরাধ ট্রাইবুনাল বাতিলের দাবিতে গত সপ্তাহে রাজধানীসহ জামায়াত-শিবিরের তা-ব ও হরতালে পুলিশসহ পাঁচজন নিহত ও কয়েকশ’ ব্যক্তি হতাহত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই রাজধানীতে জামায়াত শিবিরের মিছিল-মিটিংয়ে অনেকটা অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। পুলিশের অনুমোদন না থাকায় জামায়াত-শিবির মাঝে মধ্যেই ঝটিকা মিছিল ও পুলিশের উপর চোরাগোপ্তা হামলা করে আসছিল। জামায়াত থেকে অনেক আগেই বহিষ্কার হওয়া মাওলানা আজাদের কোন রাজনৈতিক পরিচয় না থাকা এবং তার অনুপস্থিতিতে ট্রাইবুনালে তার পক্ষে কোন সাক্ষি বা আইনজীবী না থাকায় তার বিরুদ্ধে ট্রাইবুনালের ফাঁসির আদেশ তেমন কোন রাজনৈতিক ইস্যু হয়ে উঠেনি। তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মঙ্গলবার ট্রাইবুনালের রায় ঘোষণার তারিখ নির্ধারিত ও প্রকাশিত হওয়ার একদিন আগে কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সরকারের অনুমতি নিয়ে জামায়াত-শিবির রাজধানীতে সমাবেশ করেছে। শিবির-জামায়াতের হাজার হাজার নেতাকর্মীর সমাবেশ হলেও এই সমাবেশ মারমুখী বা ধ্বংসাত্মক ছিল না। চলমান রাজনৈতিক বাস্তবতার উন্নয়ন বা সমঝোতা না হলেও বিরোধী জোট ও জামায়াতের পক্ষ থেকে দেশে গৃহযুদ্ধের আশঙ্কার কথাও বলা হয়েছে।
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার লেখা একটি নিবন্ধ সম্প্রতি (৩০ জানুয়ারি) ওয়াশিংটন টাইমস পত্রিকায় ছাপা হওয়ার পর সে নিবন্ধ নিয়ে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। একই সময়ে ‘পদ্মাসেতু প্রকল্পে কথিত দুর্নীতির স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের শর্তসমূহ পূরণ না হওয়া পর্যন্ত বিশ্বব্যাংকের অর্থায়ন সম্ভব নয়’, বিশ্বব্যাংক প্রেসিডেন্টের এমন ঘোষণার পর এই প্রকল্পে অর্থায়নের জন্য সরকারের দেয়া চিঠি প্রত্যাহার করে নেয়ার পর এডিবি, জাইকা এবং আইডিবি’ও তাদের প্রতিশ্রুত অর্থায়ন বাতিল করেছে। খালেদা জিয়ার নিবন্ধে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিকে চাপ সৃষ্টি বা ভূমিকা পালনের আহবান জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের এ ধরনের আহ্বানকে সরকারি দলের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে জাতীয় সংসদে আলোচনা করা হয়েছে। ওয়াশিংটন টাইমস-এ প্রকাশিত নিবন্ধটি ঢাকার ডেইলি স্টার পত্রিকায় হুবহু এবং কয়েকটি বাংলা দৈনিকে অনুবাদ হয়ে ছাপা হয়েছে। প্রকাশিত নিবন্ধ, অনুবাদ এবং এর ব্যাখ্যা-বিশ্লেষনে নানা রকম মিশ্র মতামত দেখতে পাওয়া যায়। দেশীয় রাজনৈতিক সঙ্কট এবং অভ্যন্তরীণ সমস্যায় বিরোধীদলের বিদেশি হস্তক্ষেপের আবদার কোন নতুন বিষয় নয়। অতীতে বর্তমান সরকারি দলের নেতারাও বর্তমান বিরোধীদল সরকারে থাকার সময় অনুরূপ বিদেশি হস্তক্ষেপের দাবি  করেছিলেন বলে বিরোধীদলের পক্ষ থেকে বলা হচ্ছে।
পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংক ও দাতাদের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার সংবাদটি বাংলাদেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জিং ও দুঃসংবাদ। আর এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা বন্ধ হয়ে যাওয়ার আশংকা আরেকটি দুঃসংবাদ হিসাবে গণ্য হচ্ছে। জাতীয় উন্নয়ন-অগ্রগতি, আন্তর্জাতিক রফতানি বাণিজ্যে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার প্রশ্নে এ দু’টি বিষয়ই বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব ক্ষেত্রেও দেশের সরকার এবং বিরোধী রাজনৈতিক জোটের মধ্যে পারস্পরিক দোষারোপ ও ব্লেইম-গেইমের পুরনো চিত্রই প্রতিফলিত হতে দেখা যাচ্ছে। সরকারের চার বছর পার হয়ে যাওয়ার পর জনগণ যখন চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে শুরু করেছেন, তখন একদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমে উত্তপ্ত ও যুদ্ধংদেহি হয়ে উঠতে দেখা যাচ্ছে, অন্যদিকে বাংলাদেশের বৈদেশিক রফতানি বাণিজ্য, শ্রমবাজার এবং বৈদেশিক বিনিয়োগ নতুন ও কঠিনতর চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। ক্ষমতায় যে দলই থাকুক, দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং জনগণের মৌলিক অধিকার অন্যসব রাজনৈতিক প্রশ্নের ঊর্ধ্বে। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন, এই সত্যকে নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই। নির্বাচনকালীন সরকারের রূপরেখা, একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারের পাশাপাশি প্রফসর ইউনুস ও গ্রামীণব্যাংক পরিচালনার মতো আমাদের অভ্যন্তরীণ ইস্যুগুলো নিয়ে সরকার এবং বিরোধীজোটের মধ্যে ন্যূনতম রাজনৈতিক সমঝোতা ও মতৈক্য না হওয়ার প্রভাবে দেশের রাজনীতি অস্থিতিশীল হয়ে পড়েছে।
পদ্মাসেতুর অর্থায়ন বন্ধ, জিএসপি সুবিধা বাতিলের শংকা ইত্যাদি বৃহত্তর ইস্যুগুলো ¯্রফে বিশ্বব্যাংক ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ সিদ্ধান্তের ফল নয়। এর পেছনে দেশে রাজনৈতিক বিভাজন এবং সরকারের কূটনৈতিক ব্যর্থতার দায় রয়েছে। এহেন বাস্তবতায় দেশের উন্নয়ন, অগ্রগতি, অর্থনীতির চাকা সচল রাখতে এবং জনগণের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত রাখতে সব ধরনের রাজনৈতিক ও গোষ্ঠীগত ইগো পরিহার করে সব রাজনৈতিক দলগুলোকে একটি ন্যূনতম রাজনৈতিক সমঝোতায় পৌঁছতেই হবে।
 

জামালউদ্দিন বারী, দৈনিক ইনকিলাব 


Kolkata  :  Virtually donning the robe of a teacher, West Bengal Chief Minister and Trinamool Congress chief Mamata Banerjee Monday dictated a list of her government’s successes to student leaders of her party, asking them to memorise it.


Telling them to take the message to the masses, she warned that she would conduct a test to check their grasping power.
Didi, as Banerjee is popularly known, asked the young leaders to collect copies of her new Bengali book “Ek palake, ek jhalake” in which she has given details of her government’s performance.
“Take down what I am saying. You must learn by heart the success stories of our government. You have to reach out to the people and tell them all these,” she said at a workshop.
“A one-sided propaganda campaign is going on against us. You have to get all these people clean bowled,” she said at the Netaji Indoor Stadium.
When she noticed some audience were not taking down notes, she said: “You are not writing. I will test your memory, remember.”
She asked them go from door to door ahead of the panchayat polls to convey the party’s message.
File Photo  : AFP

 Tamim Iqbal's aggressive fifty provided the platform for Duronto Rajshahi to chase down Rangpur Riders' competitive 163 in some style at the Sher-e-Bangla National Stadium in Mirpur yesterday. Photo: Firoz Ahmed

 A dominant 95-run opening stand between Tamim Iqbal and Chris Coventry powered Duronto Rajshahi to a comfortable seven wicket win over the Rangpur Riders at the Sher-e-Bangla National Stadium yesterday. 

Source: The Daily Star

The government has revealed its plan to prevent corruption and improve governance. This was done at a meeting of the Local Consultative Group composed of our donors. It is just as well the issue of corruption was tagged with that of governance because at the very root of bad governance is the increasing incidents of corruption at all levels, and the conspiracy to indulge in corruption, of which we have been made so painfully aware of by the Padma Bridge loan episode.
The government's intention to fight corruption, an intention that we heartily welcome in principle, would have sounded more credible had the Padma deal issue been handled with more sagacity.
We take the rather lofty intention with a pinch of salt. Come as the strong resolve does, in the backdrop of the botched Padma loan deal, we can see a link between the two, in spite of the official insisting to the contrary. We wonder whether it will be able to remove any bad impression from the minds of our development partners, of the Padma graft allegations, as hoped by the government. The issue, we are afraid, has assumed a rather scandalous character. We wonder also what the public will make of the particuoar statement, which to most of us carry very little of conviction but more of an effort to save face that has been besmirched by the rather clumsy handling of the deal.
The government may well exult at the fact that our development partners have been very impressed with our national integrity strategy, and who have even expressed their desire to help us implement the plan and we would hope that all the steps spelt out at the meeting would be implemented. However, the nub of the issue is whether there is a political commitment to root out corruption. And unless the Padma deal investigation is brought to a credible conclusion, the government's intention to fight corruption will continue to carry a question mark.

Source: The Daily Star
ফাগুনবরণে এবার কীভাবে সাজবেন? এমন চিন্তাভাবনা হয়তো এখন থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছে। সাজটা এমন হতে হবে, যাতে সবার মধ্যেও অনন্য হয়ে ওঠেন। কিন্তু কীভাবে? প্রতিবার বাসন্তী শাড়ির সঙ্গে কাঠ, কড়ি কিংবা মাটির গয়না পরেন।
পরিবর্তনটা এখানে আনতে পারেন।
গয়নায় রং-বেরঙের ফুলকে প্রাধান্য দিয়ে এবার সেজেই দেখুন না। সঙ্গে একরঙা বাসন্তী শাড়ি। আর মুখের সাজ হবে একেবারেই ন্যাচারাল। মুশকিল আসান হয়ে গেল। জেনে নিন পয়লা ফাগুনে কেমন ফুলেল গয়না পরতে পারেন।
বাজার ঘুরে দেখা গেল, নানা ধরনের ফুলের বাহার। আপনার ব্যক্তিত্ব ও মুখের গড়ন বুঝে ফুল বাছাই করতে হবে। ছোট ধরনের গোলাকৃতি মুখ হলে বড় ধরনের জারবারা, গ্ল্যাডিওলাস ফুল না পরাই ভালো। পরতে চাইলেও ছোট হলুদ গাঁদা বা রক্ত গাদার সঙ্গে কাঠ বেলি কিংবা জুঁই বেলি দিয়ে মালা বানিয়ে পরতে পারেন। বাজুতে ছোট্ট ক্যালেনডুলা, জুঁই বেলি পরলে ভালো লাগবে।
ঢাকার শাহবাগের রজনীগন্ধা পুষ্পবিতানের পরিচালক পনু জানান, গোলাপ, জিপসি আর সবুজ পাতা দিয়ে তৈরি গোল চুলের ব্যান্ডের অনেক চাহিদা। পয়লা ফাগুনে ক্যালেনডুলা, রক্ত (চায়নিজ) গাঁদা ও চায়নিজ ফুলের তৈরি গয়না বেশি বিক্রি হয়। হলুদ ক্যালেনডুলা আর সবুজ পাতার চুলের ব্যান্ড বেশি উপযুক্ত। ভালোও লাগবে সবাইকে।
সাজে যদি ফুলের গয়নার প্রাধান্য থাকে, তাহলে মেকআপ অবশ্যই ন্যাচারাল হতে হবে। যেহেতু পয়লা ফাগুনে দিনের বেলাতেই ঘোরাঘুরি করা হয়, তাই প্রথমে মুখে, গলায় ও হাতে ভালোভাবে সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে।
বিউটি পার্লার ফিগারিনার প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদা আলী জানান, ভারী মেকআপ ফুলের গয়নার সঙ্গে মানানসই নয়। সাজ সাদামাটা না হলে ফুলের স্নিগ্ধতা ফুটে উঠবে না।
চুল খুব বড় না হলে চুল খোলা রেখে ফুল দিয়ে তৈরি গোলাকার ব্যান্ড পরতে পারেন। বড় চুলে বেণিতে ফুল পেঁচিয়ে নিতে পারেন। খোঁপা করলে গুঁজে দিতে পারেন জিপসি বা অন্য যেকোনো দুই-তিনটি ফুল। আঙুলে ছোট্ট ফুলের আংটি আর রং-বেরঙের ফুলের বাজুবন্ধ। হালকা করে কমপ্যাক্ট পাউডার ব্যবহার করুন। এরপর চোখে কাজল টেনে নিন। ওয়াটারপ্রুফ মাশকারা আর চাইলে বাদামি ও তামা রঙের আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে। ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। সাদা রঙের ফুলের গয়না হলে গাঢ় রঙের লিপস্টিক দিলে ভালো লাগবে। এ ধরনের সাজের সঙ্গে এক রঙের শাড়িই মানানসই। পারফেক্ট টেক্সটাইলের ব্যবস্থাপক জেড এম জাকারিয়া বলেন, ‘হলুদের নানা শেডের শাড়ি এ বছর করা হয়েছে। থানের মতো একরঙা শাড়ি যেমন আছে আবার ব্লকপ্রিন্টও শাড়িও এনেছি। বেশির ভাগই তাঁতের শাড়ি।’
ব্যস, ঠিকমতো প্রস্তুতি নিয়ে নিন। ফাগুনের দিনে নিজেকে আকর্ষণীয় করে তুলুন।

কিছু পরামর্শ

 স্লিভলেস ব্লাউজ পরলে হাত ওয়্যাক্স করে নিতে হবে। তখন হাতে ও গলায় কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন।
 কোমর ভারী হলে ফুলের বিছা না পরাই ভালো।
 হাতের গড়ন মোটা হলে বাজু এড়িয়ে যাওয়া উচিত।
 ফুলের গয়না পরলে আর কোনো গয়না পরা যাবে না।


তৌহিদা শিরোপা | তারিখ: ০৫-০২-২০১৩
দৈনিক প্রথম আলো 

Barack and Michelle Obama are edging out Hollywood stars on Vanity Fair's International Best-Dressed List.

The president makes the list for the first time in issues out Wednesday, joining his wife, who has been named twice before.
No longer on the list is Angelina Jolie, although her husband Brad Pitt remains, based on a poll of fashion insiders. Other stars getting the honor are Penelope Cruz, Anne Hathaway, NBC correspondent Tiki Barber and James Bond star Daniel Craig.
The Obamas weren't the only stylish political dressers named. French first lady Carla Bruni-Sarkozy made the list along with New York Mayor Michael Bloomberg and his companion, Diana Taylor.

source: AP, New York & The Daily Star.

  প্রিয় দেশবাসী, মু্িক্তযোদ্ধা মোঃ লুৎফর রহমান দুদুর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি বক্ষব্যাধির জটিল সমস্যায় ভুগছেন। তিনি দীর্ঘদিন বক্ষব্যাধি হাসপাতালের অধ্যাপক ডা. আলী হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি সহধর্মিণী ডা. মাজেদা খাতুনের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসাধীন আছেন। চিকিৎসার পেছনে ইতোমধ্যে ৫ লাখের বেশি টাকা খরচ হয়েছে। উন্নত চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করে তুলতে আরও ৫ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে টাকার অভাবে সিরাজগঞ্জবাসী লুৎফরের চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, লুৎফরের চিকিৎসায় সহায়তার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার। এক মুক্তিযোদ্ধার চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭১১৪৩০৩৫৬ ও ০১৭১২২৩০১৬১। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
ঘোষণাঃ দৈনিক জনকণ্ঠ 'মানুষ মানুষের জন্য' বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
 তথ্যসূত্রঃ  দৈনিক জনকণ্ঠ
Understanding disability:

 Usually disability is defined as the physical or mental impairment through out the
literature surveyed. But disability is not only a physical or mental impairment rather it is
defined by the culture also. Somewhere what is normal sickness in other context it is a
disability recognized in the socio- cultural settings. In this study disability is defined as a
complex form of deprivation. And the PWDs are found with less capability and less selfconfidence
within the existing physiological, social and cultural settings.
 

Methodology The general methodology followed for conducting study are Focus group discussions,
Observation, Written document analysis and Questionnaire survey. For these purposes two
different studies are conducted namely: a) prevalence survey- to find out the incidence of
disability in the society and their composition according to different aspects like age, sex,
location, disability type etc.; b) Knowledge, attitude and practice (KAP) study- to attain
the general notion of the people towards PWDs.
For prevalence study a total of 12000 samples are surveyed throughout the country
which comprises 25% of urban people and 75% of rural populations. From every division
1 ward from urban area and 3 villages from rural areas have been selected as the general
principle of the followed statistical analysis. For KAP study a total of 2400 samples are
surveyed throughout the country, which comprises 25% of urban people and 75% of
rural populations. Same composition of survey areas from the divisions is used as in the
prevalence survey.

A higher credit growth target for the private sector will likely divert funds to 'the wrong hands' as the political situation is not appropriate to attract investment in the productive sector, analysts said yesterday.
They cited power and gas crisis, higher interest rate and political unrest as the main setbacks to investments. So, many businesses are waiting for the next general election to pass, before going for expansion, they said.
“Bangladesh Bank has signalled easing private sector credit. It is a good sign. But it is not the right time,” said Salehuddin Ahmed, former governor of the central bank.
Ahmed spoke at a focus group discussion on 'Monetary Policy in Bangladesh' organised by Financial Excellence Ltd (FinExcel) at its office in Dhaka.
The country may witness political unrest in the coming days with the national election approaching, he said. “It may prevent entrepreneurs from making new investments this year.”
In the new monetary policy, Bangladesh Bank targets a private sector growth envelope of 18.5 percent in June 2013 compared with the original programme of 18 percent.
“It is an expansionary credit growth policy,” said ABM Mirza Azizul Islam, a former caretaker government adviser.
But the higher interest rate may discourage the private sector to borrow from the banking system, Islam said.
The amount of banks' demand deposit shrank 6 percent in recent times, while the time deposits have increased, which indicates banks are offering higher rates to attract deposits, he said.
The lending rate will likely increase when the new banks start operations, Islam said.
Although BB has raised the credit growth target for the private sector to attract more investment in the productive sector, it may not attract the real investors because of infrastructure setbacks, said Amir Khasru Mahmud Chowdhury, former commerce minister and BNP chairperson's adviser.
There is no space for further investment as the people' purchasing power has eroded, lending rate reached 16-18 percent and electricity prices have gone up, Chowdhury said.
“Businesses are not going for expansion, even in the vibrant readymade sector, due to a higher lending rate,” said Ehsansul Haque, managing director of Mercantile Bank.
The recent Hall Mark scandal has created tremendous pressure on the banking sector, he said.
“Now bills of every Tk 5 lakh come to the chief executive of the bank for approval,” Haque said, adding it created a huge impact on businesses.
The central bank reduced its policy interest rates, both for repo and reverse repo, by 50 basis points, first time since 2009.
The BB has revised its monetary programme with a broad money growth target of 17.7 percent in June 2013 compared to the MPS target of 16.5 percent in the first half of fiscal 2013.
The central bank has signalled easing private sector credit as the overall inflation come down significantly in the recent time, said Hassan Zaman, chief economist of BB.
“Declining inflation has created the space for the repo rate reduction which should have an impact on lending rates and stimulate more growth-enhancing investments,” he said.
The economy will expand more than 6 percent in the fiscal year, he said
Consumer-price growth was 7.69 percent in December 2012, moderating from almost 12 percent in September 2011.
Mamun Rashid, vice chairman of FinExcel, moderated the discussion. 

Source: The Daily Star
লেখক হওয়ার উপায় কী? শুধু কি কালি-কলম-মন দিয়েই লেখা যায়? নাকি আরও কিছু লাগে? যারা লেখক হওয়ার স্বপ্নে বিভোর, তারা নিশ্চয় এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে ফিরছ...

আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রতিদিন নিজেকে প্রশ্ন করতেন, যদি আজকের দিনই হয় আমার জীবনের শেষ দিন, তাহলে আমার কোন কাজটি সবার আগে করা উচিত? একজন লেখকও এ রকমভাবে বারবার নিজেকে প্রশ্ন করেন শব্দে শব্দে—কী লিখতে চান তিনি, কীভাবে লিখতে চান, কী কথাই বা বলতে চান? অমর একুশে বইমেলার বই-গন্ধ গায়ে মেখে তোমরা যারা লেখক হওয়ার পথ খুঁজছ, যারা স্বপ্ন দেখছ ভবিষ্যতের লেখক হওয়ার, তারা তো জানোই শব্দে শব্দে মিল-অমিল দিয়ে লেখক হওয়া এত সহজ কম্ম নয়। এর জন্যও লাগে দীর্ঘ প্রস্তুতি, পড়াশোনা। তোমাদের জন্য দেশের তিন খ্যাতিমান লেখক এবার জানাচ্ছেন কেন লেখক হলেন তাঁরা, কীভাবে লেখক হলেন—অভিজ্ঞতার আদ্যপান্ত।

হাসান আজিজুল হক
লিখতে হলে পড়তে হবে—তরুণ লেখকদের প্রতি প্রথমত এটিই আমার বলার কথা। মনে রাখতে হবে, লেখকের পথ বড়ই বিপদসংকুল। এটা সম্পূর্ণ একার পথ। কঠিন এক সাধনা। কোনো লেখকের পক্ষে কি বলা সম্ভব, তিনি কেন লেখক হয়েছেন? মাঝেমধ্যে আমার মনে হয়, লেখক না হয়ে উপায় ছিল না বলেই শেষ পর্যন্ত লেখক হয়েছি। খুব ছোটবেলা থেকে কেন যে কবিতা, গল্প—এসব লিখতাম, আজ সেটা স্মৃতি খুঁড়ে বের করা কঠিন। বলা যায়, যে পৃথিবীতে বেঁচে আছি সেই পৃথিবীর একটা অর্থ ও ব্যাখ্যা তৈরি করতে পারি লেখার মাধ্যমে। এটি হয়তো প্রত্যেক লেখকই পারেন। তবে এ ক্ষেত্রে একজন লেখকের সমাজ-রাষ্ট্র-পৃথিবী সম্পর্কে সুনির্দিষ্ট একটা ধারণা থাকা জরুরি। লেখক হতে চাইলে তুমি যা কিছু করতে চাও, তার সবই তোমাকে লেখার ভেতর দিয়ে প্রতিফলিত করতে হবে। ব্যক্তি ভেদে একেকজন লেখকের লেখার কৌশল একেক রকম। আমি যেমন সাধারণত একটি লেখা একবারেই লিখে ফেলি। কিন্তু লেখাটি লেখার আগে, তা নিয়ে ভাবনা-চিন্তা থাকে বিস্তর। কীভাবে আগের লেখা থেকে নতুন লেখাকে আলাদা করা যায়—এই ভাবনাও থাকে। আমি মনে করি, প্রত্যেক লেখকই তাঁর নিজস্ব জগৎ তৈরি করে নেন একান্ত তাঁর মতো করে।
মহাদেব সাহা
আমি কি কবি হতে পেরেছি? জানি না। মনে পড়ে, ১৯৭৬ সালে প্রেসক্লাব-সংলগ্ন ফুটপাতের ওপর বসে একটানে লিখেছিলাম ‘চিঠি দিও’ কবিতাটি। পরে সেটি প্রচণ্ড জনপ্রিয় হয়। শৈশবে আমার মা বিরাজমোহিনির মুখে রামায়ণ ও মহাভারত শুনতে শুনতে বড় হয়েছি। তখন মনে হতো, বাল্মীকি বা ব্যাসদেবের মতো যদি কবি হতে পারতাম!
একটি শব্দের জন্য বসে থেকেছি সারা রাত। জীবনানন্দ দাশ কিংবা সুধীন্দ্রনাথ দত্তের কবিতা পড়েছি উন্মাদের মতো। পড়েছি জন কিটস, রাইনার মারিয়া রিলকে, ডব্লিউ বি ইয়েটস। পড়তে পড়তে লিখতে লিখতে হয়তো কবি হয়ে উঠেছি আমি। আমার মনে হয়, পৃথিবীতে কবি হচ্ছে একমাত্র অবিনাশী সত্তা—রাজা, সম্রাট তাঁর কাছে কিছু নয়। তাই কবি বা লেখক হতে গেলে যেমন পড়াশোনা জরুরি, তেমনি দরকার লেখকের স্বাধীন সত্তা। কারও পরামর্শ নিয়ে কেউ কোনো দিন কবি হতে পারে না।

অদিতি ফাল্গুনী
যদি মেয়ে না হতাম, তাহলে আমি হয়তো কখনোই লেখক হতাম না। কথাটি খোলাসা করি—মেয়ে হওয়ার কারণে আমার পৃথিবী সংকুচিত হয়েছে। সেই শৈশব উত্তীর্ণকালে আমার বয়সী বন্ধুগোত্রীয় ছেলেরা যেভাবে পৃথিবীকে দেখেছে, আমার দেখা ছিল তাঁদের থেকে ভিন্ন। শুধু মেয়ে হওয়ার কারণে আমার পৃথিবী যে ছোট হয়ে এল, এই বেদনাবোধই আমাকে লেখক করে তুলেছে। মাঝেমধ্যে মনে হয়, প্রতিকূলতা অনেক সময় আমাদের ভেতরের আগুনকে উসকে দেয়।
আমাদের বাড়িতে বড় একটি পাঠাগার ছিল। সেখানে ছিল রুশ সাহিত্যসহ নানা ধরনের বই। এ ছাড়া কলেজের গ্রন্থাগারে পড়েছি গ্রিক নাটক। এই পাঠ আমাকে পুষ্টি দিয়েছে। একসময় পাহাড়ে ওঠার খুব শখ ছিল, পারিনি। শেষমেষ দেখি, গল্প-কবিতা লিখতে লিখতে লেখকই হয়ে উঠেছি!
লেখালেখির জন্য প্রথমত ভাষাগত প্রস্তুতি থাকা খুব দরকার বলে আমার মনে হয়। আর ভাষাগত প্রস্তুতি গড়ে ওঠে মহৎ সাহিত্য পাঠের মধ্য দিয়ে। বাংলা ভাষায় লিখতে হলে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় পড়া যেমন আবশ্যক তেমনি অন্য ভাষার মহৎ সাহিত্যিকদের লেখাও পাঠ করতে হবে।
তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো
‘আমি মা-বাবার একমাত্র মেয়ে। তাঁরা কখনো চাননি, আমি আন্ডার গ্র্যাজুয়েট করতে দেশের বাইরে চলে যাই। তাই যখন জানলাম, বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হয়েছে, তখন আমি সেখানে ভর্তির জন্য পরীক্ষা দিলাম। তারপর পরীক্ষায় টিকে এখানে ভর্তি হলাম।’ বলছিলেন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) আন্ডার গ্র্যাজুয়েট শেষ বর্ষের শিক্ষার্থী নওরা মেহরীন।
মা-বাবার খুব আদরের মেয়ে। এই প্রথম
পরিবার ছেড়ে থাকা। তাই একাকিত্ব পীড়া দিলেও মানিয়ে নিয়েছেন খুব দ্রুত। বিশ্ববিদ্যালয় বন্ধের সময়ে তো ঢাকায় যাওয়া হয়ই। এর পরও ফোনে কথা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, শিক্ষকদের আন্তরিকতা, গ্রীষ্মের ছুটিতে ইন্টার্ন করতে যাওয়া, নানা অনুষ্ঠানে অংশ নেওয়া প্রভৃতি মিলে এইউডব্লিউ ক্যাম্পাস এখন তাঁর সবচেয়ে ভালো লাগার জায়গা।
মেহরীন ২০০৯ সালে এইউডব্লিউর আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হন। ঢাকার সান বিমস থেকে ‘এ’ লেভেল শেষ করে এখানে আসেন।
২০১০ সালে এইউডব্লিউ থেকে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন বিশ্বব্যাংকের সঙ্গে। একই সময় ব্যারিস্টার সারা হোসেনের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট) কাজ করেন। ২০১১ সালের ফেব্রুয়ারিতে ইতালি গেছেন ‘মানবাধিকার ও বিশ্বায়ন’ বিষয়ক সম্মেলনে যোগ দিতে।
মেহরীন ভালো বিতর্ক করেন। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় তাঁর দল চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া অংশ নিয়েছেন বেশ কটি আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায়।
মেহরীন বলেন, ‘আপাতত একটি উন্নয়ন সংস্থায় যোগ দেওয়ার ইচ্ছে আছে। মাস্টার্স করতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পড়াশোনা শেষে দেশে ফিরে চাকরি করতে চাই।’
মেহরীন দেশ-বিদেশে ঘুরতে পছন্দ করেন।
মেহরীন তাঁর আরেকটি স্বপ্নের কথা জানালেন। ‘বছর দশেক পর আমি রাজনীতিতে নামতে চাই, হতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমার রাজনীতির লক্ষ্য হবে তৃণমূল পর্যায়ের মানুষের অবস্থার উন্নয়ন।’ এ ব্যাপারে বন্ধু-বান্ধবের সঙ্গে কথাও হয়েছে তাঁর। তাঁরাও একমত দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের জন্য রাজনীতিতে যুক্ত হওয়ার বিকল্প নেই। তবে এর বীজ তরুণ বয়সেই রোপণ করতে হবে বলে মনে করেন। মেহরীনের মতে, দেশের জন্য এ ধরনের মানুষেরই রাজনীতিতে আসা দরকার।
মেহরীনের গ্রামের বাড়ি কুমিল্লায়। বেড়ে ওঠা ঢাকায়। মা লাভলী মোমিন একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক, আর বাবা মোমিনুল ইসলাম একটি কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। মেহরীনের থেকে বয়সে তিন বছরের ছোট ভাই নিউরো সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রে।

তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো 

aas