Background

অপুষ্টির বিরুদ্ধে আমিরের যুদ্ধ


বিশ্বের অপুষ্টিতে আক্রান্ত প্রতি তিনজন শিশুর একজন ভারতে বাস করে। আফ্রিকার দারিদ্র্যপীড়িত সাব-সাহারান অঞ্চলের চেয়েও ভারতে অপুষ্টি সমস্যার তীব্রতা বেশি। সম্প্রতি এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণায় নেমেছেন বলিউডের অভিনেতা আমির খান।
ইউনিসেফের অপুষ্টিবিষয়ক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন আমির। সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আর বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে অপুষ্টির ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করার কাজ শুরু করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত এ তারকা। পুরো ভারতে চলবে এই প্রচারণা। এক খবরে এমন তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
এ প্রসঙ্গে ইউনিসেফের কর্মকর্তা ক্যারোলিন ডেনডাল্ক জানিয়েছেন, এই প্রচারণার জন্য ১৮টি ভাষায় ৪০টি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।
শিশুমৃত্যুর অন্যতম কারণ অপুষ্টি। প্রায় ৫০ শতাংশ শিশুমৃত্যুর পেছনে রয়েছে এই অপুষ্টি। অপর্যাপ্ত খাবারের কারণে কিংবা ভালো মানের খাবারের অভাবে অপুষ্টিতে আক্রান্ত হয় শিশুরা। অপুষ্টির কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।



উৎসঃ দৈনিক প্রথম আলো

aas