হরতাল বিষয়ক টিপসঃ
সরকারের একটু উদ্যোগ, একটু কর্মতৎপরতাই পারে হরতালের মাধ্যমে দেশের জন্য অর্থনৈতিক সচ্ছলতা বয়ে আনতে। হরতাল দিতে হলে হরতালকারিকে সরকারের কোষাগারে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা করসহ দিতে হবে — এমন নিয়ম করলে হরতাল থেকে প্রচুর রাজস্ব আয় করতে পারে সরকার। সুষ্ঠুভাবে এই কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনে স্থাপন করা যেতে পারে হরতাল বিষয়ক আলাদা বিভাগ। হরতালকারীকে প্রথমেই ‘হরতাল আবেদনপত্র’ পূরণ করে ব্যাংক ড্রাফটের কপিসহ উক্ত বিভাগে জমা দিতে হবে। আবেদন করা হরতালকারী হরতাল করতে কতটুকু সক্ষম তা খতিয়ে দেখার পর অনুমতি দেবে বিভাগ। এ ক্ষেত্রে ‘আগে আসলে আগে হরতাল দেবেন’ নীতি অনুসরণ করা যেতে পারে।
একই দিনে একাধিক পক্ষ হরতাল দিতে চাইলে আবেদনকারীদের মধ্যে সর্বোচ্চ অর্থদাতাকে হরতালের জন্য মনোনীত করার ব্যবস্থাও রাখা জরুরি। যাদের পর্যাপ্ত পিকেটার কিংবা ইট-পাটকেল নেই, তাদের অর্থের বিনিময়ে পিকেটার ও ইট-পাটকেল দিয়েও আয় করা সম্ভব। এভাবেই হরতাল হয়ে উঠতে পারে জাতীয় অর্থনীতির গুরুত্ব পূর্ণ অংশ। তাছাড়া হরতাল বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে তদন্তের
ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা ও রাখা যেতে পারে । আশা করি কর্তৃপক্ষ যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্যাপারটি নিয়ে চিন্তা করবে এবং দ্রুত পদক্ষেপ নেবে। আইডিয়াটা কেমন হবে ?!!! - আকরাম হোসাইন ।
মতামতঃ
আর একটা আইডিয়া, রাস্তা-ঘাটে বোমাবাজি করা যাবেনা ও মানুষ হত্যা করা যাবেনা, এই শর্তও রাখতে হবে। আর কোষাগারে জমায়িত টাকা থেকে জনগনের জান ও মালের ক্ষতিপূরণ করতে পারবে সরকার।
যাদের যা কিছু ক্ষয়- ক্ষতি হবে সেই ভিত্তিতে তারা সরকার
নিযুক্ত সংশ্লিষ্ট হরতাল বিভাগে প্রমাণসহ আবেদন করবে এবং যার যার পাওনা
বুঝে নেবে। হরতাল কারিরা যেই দলেরই হোক, তখন বুঝতে পারবে, অন্যের বাক্তিগত সম্পদের মূল্য
কত?!!! মানবাধিকার কি জিনিস, এইবার বুজছ?!!! - Maksuda
নীতিকথাঃ
আসলে হরতাল কোন দেশের জন্যই কাম্য নয়। আমাদের মতো উন্নয়নশীল দরিদ্র দেশের অধিকাংশ জনগন অনেক কষ্ট করে সুষ্ঠু একটা জীবন- যাপন করার চেষ্টা করে। হরতাল দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রাকে দারুনভাবে ব্যাহত করে। তাই যে উপায়েই হোক, হরতালকে না বলতে হবে। আমরা শুধুমাত্র একটা উপায় দেখালাম, যা প্রয়োগ করলে ভবিষ্যতে হরতাল বন্ধ হবার সুযোগ রয়েছে।
Mentioning that India and Bangladesh are interlinked, Indian
President Pranab Mukherjee on Monday said the two close neighbours must
develop and grow together, ensuring that the growth provides more
opportunities for peoples in both countries. “We need to
work together to maximize the potentials of our economic cooperation,”
he said, while delivering the convocation speech at the 47th Convocation
of the Dhaka University held at the DU central playground. President
Zillur Rahman was the chief guest at the convocation while DU Vice
Chancellor Prof AAMS Arefin Siddique also spoke on the occasion.
The
Indian President noted that Bangladesh is uniquely placed to exploit
its natural and human resources to emerge as a fast growing, modern
economy. He said both countries have made
considerable progress in the implementation of the far-reaching
decisions taken during the historic visits of the Prime Ministers of
India and Bangladesh to each others country. “I assure you, India
remains committed to implementing the decisions that have been taken.” Pranab Mukherjee noted that India and Bangladesh have vast opportunities to increase bilateral trade and commerce. He
said the Indian government proposes to introduce a `Constitutional
Amendment Bill’ in Loksabha (parliament) to give effect to the
provisions of the Land Boundary Agreement with Bangladesh and its 2011
Protocol. “We’re committed to working closely with
Bangladesh to avoid any untoward incidents on our border. We can
together make it a gateway of peace and mutually beneficial
cooperation.”
The Indian President said the sharing
of the waters of common rivers is a high priority for India and
Bangladesh. “We’ve successfully forged agreements in the past and are
hopeful of arriving at an early accord on the sharing of the Teesta
waters.” He added: “Meanwhile, there are areas where
we must substantially increase our cooperation, such as in information
technology, skill development, agricultural research, environment
protection, climate change, and in protecting the Sunderbans and
harnessing energies, both traditional as well as new and renewable
sources of energy.” Pranab Mukherjee said Bangladesh
now has duty-free access to India’s large market and invited
Bangladesh’s industry to make full use of this opportunity. “We’re
working with the Government of Bangladesh to remove the remaining
non-tariff barriers, open more border haats and harmonise our respective
standards.”
Praising Bangladesh for its efforts
towards achieving socioeconomic development, he said that in many social
indicators, Bangladesh has acquitted itself in an exemplary manner. The
school textbook programme of Bangladesh is known to be one of the
largest in the world. Pointing at the new graduates,
Pranab Mukherjee, an all-time friend of Bangladesh, said: “Young men
and women like you are the engine of socio-economic development of our
region. The future of Bangladesh is in your hands. You should know that
you have a past which is steeped in glory, and a future that is full of
promise. “Looking at you, I am convinced that the
future of Bangladesh is bright. I wish you all every success in making
the dream of `Sonar Bangla’ a reality. India will stand by your side as
you shape the destiny of your country,” he added.
About
the ongoing visit, emotion-choked Indian President said: “For me
personally, this is an emotional journey. I have my roots in the soil of
Bengal, and have imbibed its language, traditions and culture. When I
was a child I never dreamt that one day I would come here as the
President of my country.” He continued: “I have
grown up reading the compositions of the same poets as you, listening to
the same songs which both our people love, and walked along the banks
of the same rivers which inspire the songs that make us all similarly
wistful.”
Source: The Daily Star
Open wounds or ulcers can develop on the feet of people with diabetes, often due to poor blood circulation. The American Podiatric Medical Association suggests how to help prevent foot ulcers:
* See a medical professional regularly.
* Avoid smoking and drinking alcohol.
* Following your doctor's orders to help control cholesterol and blood glucose levels.
* Wear appropriate shoes and socks.
* Regularly inspect your feet and let your doctor know about any injuries or problems.
Source: The Daily Star